অবশেষে মুখ তুলে তাকাল শ্রাবণ। আষাঢ় মাস জুড়ে কার্যত হা-পিত্যেশ করে বসেছিল সকলে। শেষমেশ ঘূর্ণাবর্তের ঝটকায় বৃষ্টির মুখ দেখল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শুক্রবার সকাল থেকেই কলকাতা ও তার আশপাশের এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। ভোর থেকেই আকাশের মুখভার। কালো মেঘে ঢেকেছে আকাশ। এ যেন একেবারে শ্রাবণের সেই চেনা আকাশ। যা কার্যত অধরা ছিল আষাঢ় মাসে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: তৃণমূলে ফেরার প্রশ্নই নেই, ভাল লোকেরাই দল ছাড়ছে: বৈশাখী
আলিপুর আবহাওয়া দফতরের তরফে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানানো হয়েছে, ‘‘বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যার জেরেই আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস’’। উল্লেখ্য, এবার দক্ষিণবঙ্গে কার্যত বর্ষা ব্রাত্যই থেকেছে। একে তো দেরি করে বর্ষা ঢুকেছে, তারপর দুর্বল হয়ে পড়ায় বৃষ্টি রীতিমতো উধাও হয়ে যায় কলকাতায়। এবার বর্ষায় বঙ্গে বৃষ্টির ঘাটতি হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ, ন্যূনতম ৬৪ শতাংশ।
এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি হলেও উত্তরবঙ্গে দাপিয়ে খেল দেখিয়েছে বৃষ্টি। গত দু’সপ্তাহ ধরে লাগাতার বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। উত্তরে ভারী বৃষ্টির জেরে কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।