Advertisment

রাতের কলকাতায় মার্সিডিজ-জাগুয়ার সংঘর্ষের জেরে ধৃত ব্যবসায়ী পুত্র

শুক্রবার রাতে কলকাতার শেক্সপিয়র সরণি-লাউডন স্ট্রিটের সংযোগস্থলে প্রাণঘাতী পথ দুর্ঘটনার জেরে গ্রেফতার হলেন কলকাতার এক জনপ্রিয় রেস্তরাঁ গোষ্ঠীর মালিকের পুত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata road accident

দুর্ঘটনাগ্রস্ত মার্সিডিজ ও জাগুয়ার

শুক্রবার রাতে কলকাতার শেক্সপিয়র সরণি-লাউডন স্ট্রিটের সংযোগস্থলে প্রাণঘাতী পথ দুর্ঘটনার জেরে গ্রেফতার হলেন কলকাতার জনপ্রিয় রেস্তরাঁ গোষ্ঠী আরসালানের মালিকের পুত্র। ধৃতের নামও আরসালান পারভেজ, বয়স ২২। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। আগামী সোমবার তাঁকে আদালতে তোলা হবে।

Advertisment

ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পথচারী। শুক্রবার রাত ১.৫০ নাগাদ শেক্সপিয়র সরণি-লাউডন স্ট্রিটের সংযোগস্থলে একটি জাগুয়ার গাড়ি ট্র্যাফিক সিগন্যাল অমান্য করে সজোরে ধাক্কা মারে একটি মার্সিডিজ গাড়িকে। সংঘর্ষের তীব্রতা সামলাতে না পেরে এরপর জাগুয়ারটি নিজেই ছিটকে গিয়ে ফের ধাক্কা মারে তিনজন পথচারীকে। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন কাজী মহম্মদ মইনুল আলম (৩৬) এবং তানিয়া (২৮), দুজনেই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, জাগুয়ার গাড়িটি চালাচ্ছিলেন আরসালান, এবং ঘটনার পরেই গাড়ি ফেলে পালান তিনি। অন্যদিকে মার্সিডিজ গাড়িটিতে ছিলেন এক রিয়েল এস্টেট সংস্থার কর্ণধার ও তাঁর স্ত্রী। দুর্ঘটনায় সামান্য আঘাত পেয়েছেন তাঁরাও।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে জল থইথই কলকাতা, ব্যাহত রেল-বিমান পরিষেবা

এর আগে বৃহস্পতিবার রাতে কলকাতার গলফ গার্ডেন এলাকায় সম্ভবত মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের পুত্র আকাশ মুখোপাধ্যায়। তাঁর জামিনের আবেদন খারিজ করে একদিনের পুলিশি হেফাজতের বিধান দেয় আদালত। জানা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে নিজের বাড়ির কাছেই একটি দেওয়ালে ধাক্কা মারেন আকাশ। তিনি সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ ওঠে।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে হাওড়া কোনা এক্সপ্রেসওয়েতে সলপের কাছে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হন কলকাতার আর এক প্রখ্যাত ব্যবসায়ী পরিবারের সদস্য শিবাজী রায়। ঘন্টায় ১৬০ কিমি গতিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা দামের একটি ফেরারি গাড়ি চালাচ্ছিলেন তিনি। প্রশ্ন ওঠে, রাতের কলকাতায় বেপরোয়া গাড়ি চালিয়ে বারবার কেন শিরোনামে আসছেন শহরের নামীদামীরাই?

এছাড়াও শহরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত আরও কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। রাত দেড়টা নাগাদ ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ইস্টার্ন বাইপাসে প্রগতি ময়দান থানার এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মোটরবাইক। চালক রোহিত থাপা (৩৯) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ভোর পৌনে ছটা নাগাদ তপসিয়া থানার এলাকায় মা ফ্লাইওভারের ওপর ভেজা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে গাড়ির ছজন আরোহীকে।

kolkata rain kolkata news kolkata traffic police
Advertisment