Advertisment

দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ, উত্তাল আর জি কর মেডিক্যাল কলেজ

পুলিশ জানিয়েছে, দুই সংগঠনের ৭-৮ জন পড়ুয়া আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Medical College

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

ছাত্র সংগঠনের গন্ডগোল এবার হাসপাতালেও। ডাক্তারি পড়ুয়াদের দুটি সংগঠনের সংঘর্ষে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল কলেজ। আজ, সোমবার এমবিবিএস ফাইনাল ইয়ারের পরীক্ষা। পরীক্ষার শেষেই তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের উপর হামলার অভিযোগ। অভিযোগের তির আর জি কর স্টুডেন্টস ইউনিটির সদস্যদের বিরুদ্ধে।

Advertisment

পাল্টা স্টুডেন্টস ইউনিটির দাবি, গত ২ দিন ধরে হামলা চালিয়েছে টিএমসিপি। কেন হামলা হয়েছিল, তা জানতে গিয়েছিলেন তাঁরা, কোনও পাল্টা হামলা চালানো হয়নি দাবি স্টুডেন্টস ইউনিটির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন মেডিক্যাল কলেজে বিশাল পুলিশ বাহিনী হাজির হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের উপর ব্যবস্থা নেওয়া হবে।

এদিন আহত টিএমসিপি সমর্থকদের আর জি কর হাসপাতালেই ভর্তি করা হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানিয়েছে, হাসপাতালের ভিতর পড়ুয়াদের সংঘর্ষ একেবারেই অনভিপ্রেত ঘটনা। কেন এমনটা হল তা নিয়ে খোঁজখবর নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন বন্ধুর স্ত্রীকে রং মাখানো নিয়ে বিবাদ, দোলের দিন কলকাতায় চলল গুলি, নিহত ব্যবসায়ী

পুলিশ জানিয়েছে, দুই সংগঠনের ৭-৮ জন পড়ুয়া আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়েছে হাসপাতালের এমার্জেন্সিতে। ঘটনায় রণক্ষেত্রের আকার নিয়েছিল হাসপাতাল চত্বর। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ।

Advertisment