করোনা মোকাবিলায় বঙ্গবাসীকে সচেতন করতে এবার পথে নামলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার করোনা সচেতনতার বার্তা নিয়ে কলকাতার রাজাবাজার, পার্ক সার্কাস ,তপসিয়া, মাঠপুকুর এলাকায় পরিদর্শন করেন মমতা। সেখানে গাড়িতে বসেই শহরবাসীর উদ্দেশে মাইকে করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচার করেন মুখ্য়মন্ত্রী। পাশাপাশি লকডাউনে কারও কোনও অসুবিধা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখেন তিনি। এমনকি, এই পরিস্থিতিতে কারও কোনও সমস্য়া হলে কীভাবে তা সমাধান করা হবে, সে বার্তাও এদিন দিয়েছেন মমতা।
এদিন পার্ক সার্কাসে গিয়ে গাড়িতে বসে মাইক্রোফোন হাতে বাংলার মুখ্য়মন্ত্রী বলেন, ''করোনায় সাবধানতা অবলম্বন করতে হবে। আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন। পরিবারকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে। ভয় পাবেন না। নিজের খেয়াল রাখুন। ভালভাবে খাওয়া-দাওয়া করুন। বাড়িতে থাকুন''।
আরও পড়ুন: বাংলায় করোনায় আরও ৩ জনের মৃত্য়ু, আক্রান্ত বেড়ে ২৭৪
করোনায় দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে এদিন মমতা বলেন, ''লকডাউনে কোনও সমস্য়া হলে স্থানীয় পুলিশকে জানান। খাবারের সমস্য়া হলে পুলিশকে জানাবেন। পুলিশ সুন্দরভাবে কাজ করবে। আপনাদের কোনও সমস্য়া হচ্ছে কিনা দেখতে এসেছি। এই লড়াইয়ে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমরা গোটা পরিস্থিতির উপর দিনরাত নজর রাখছি''।
আরও পড়ুন: সংঘাত! কেন্দ্রীয় দল নিয়ে রাজ্য়কে কড়া চিঠি কেন্দ্রের
পার্ক সার্কাসের পর তপসিয়াতে যান মুখ্য়মন্ত্রী। সেখানেও করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচার করেন মমতা। তিনি বলেন, ''মাস্ক পরুন, ঘণ্টায় ঘণ্টায় সাবান দিয়ে হাত ধোবেন''।
উল্লেখ্য়, করোনা মোকাবিলায় প্রথম থেকেই একাধিক পদক্ষেপ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখতে হবে, সে ব্য়াপারে রাজ্য়বাসীকে বোঝাতে রাস্তায় নেমে ইটের গুঁড়ি দিয়ে দাগ কাটতেও দেখা গিয়েছিল মুখ্য়মন্ত্রীকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন