Advertisment

দেবীপক্ষের আগেই ‘নতুন কায়দা’য় পুজো উদ্বোধন মমতার

মমতা বললেন, ‘‘এবার নতুন কায়দায় পুজো উদ্বোধন করলাম’’। একইসঙ্গে সকলকে শারদ শুভেচ্ছাও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata, মমতা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার খবর, mamata banerjee, mamata pujo opening , পুজো উদ্বোধনে মমতা, পুজো উদ্বোধন, durgapuja 2019, durgapuja, দুর্গাপুজো, দুর্গাপুজা, দুর্গাপুজো ২০১৯ durgapujo, kolkata pujo

পুজো উদ্বোধন করলেন মমতা। প্রতীকী ছবি: ফেসবুক।

রাত পোহালেই মহালয়া, দেবীপক্ষের সূচনা। তার আগে পিতৃপক্ষেই কলকাতায় পুজো উদ্বোধন শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ‘নতুন কায়দায়’ এবার মাকে বরণ করলেন মমতা। প্রদীপ জ্বালিয়ে নয়, প্রদীপে ফুল দিয়ে কলকাতায় প্রথম হাতিবাগান সর্বজনীনের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মমতা বললেন, ‘‘এবার নতুন কায়দায় পুজো উদ্বোধন করলাম’’। একইসঙ্গে সকলকে শারদ শুভেচ্ছাও জানালেন মমতা।

Advertisment

পুজো উদ্বোধনে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
হাতিবাগান সর্বজনীনের পুজো উদ্বোধনে এসে মমতা বলেন, ‘‘আজ মায়ের প্রদীপ জ্বালাব না। চণ্ডীপাঠের মন্ত্র বলব না। কারণ, মহালয়া কাল, আজ পিতৃপক্ষ, ফুল দিয়েছি শুধু। প্রদীপ না জ্বালিয়ে ফুল দিয়ে মা’কে বরণ করলাম, আরেকটা নতুন কায়দায় মা’কে বরণ করেছি। মায়ের কাছে প্রার্থনা, সকলকে ভাল রাখুন’’।

আরও পড়ুন: রাজীব কুমারকে খুন করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়: অর্জুন সিং

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই কলকাতায় পুজোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাহিদা বেড়েছে। শহরের এত পুজোর উদ্বোধন সারতে গতবার মহালয়া থেকেই ফিতে কাটতে শুরু দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তার আগেই পুজো উদ্বোধন করলেন মমতা।

আরও পড়ুন: EXCLUSIVE: ‘মমতার সঙ্গে কেন কথা বলব? বিজেপিতে যোগ দিতে যাইনি’

এদিকে, মহালয়ায় শহরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও পুজোয় বৃষ্টি হবে কিনা, সে ব্যাপারে এখনও কিছু জানায়নি হাওয়া অফিস। পুজোয় বৃষ্টি হলে যাতে পরিস্থিতি সামাল দেওয়া হয় সেজন্য হাতিবাগান সর্বজনীনের মঞ্চে ডেপুটি মেয়র অতীন ঘোষের দিকে তাকিয়ে মমতা বললেন, ‘‘অতীন রয়েছে, ও কাজটা পারবে’’। হাতিবাগান সর্বজনীনের পাশাপাশি চালতাবাগান সর্বজনীনের পুজোরও উদ্বোধন করেন মমতা।

Mamata Banerjee Durga Puja 2019
Advertisment