৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার আগে টুইটে মুখ্যমমন্ত্রী লিখেছেন, ‘‘আসুন ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে ছিনিয়ে আনার লক্ষ্যে সকল শক্তির বিরুদ্ধে আমাদের আওয়াজকে শক্তিশালী করি। এই দিনটির জন্য যাঁরা দীর্ঘ এবং কঠিন যুদ্ধ করেছেন তাঁদের আত্মত্যাগ কখনই ভুলব না৷ আমার সকল ভাই বোনদের জন্য আন্তরিক শুভেচ্ছা। জয় হিন্দ!’’
রবিবার ৭৫তম স্বাধীনতা দিবস৷ কোভিড প্রোটোকল মেনে এদিন কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ অতমারীর পরিস্থিতির জেরে গত বছরের মতো এবারও রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছিল৷ নির্ধারিত সময়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করেন৷ অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার।
আরও পড়ুন- উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া
স্বাধীনতা দিবসের আগে নিজের রচনা ও ভাবনায় একটি গান ফেসবুকে আপলোড করেন মুখ্যমন্ত্রী৷ ফেসবুকে এদিন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘এই ধরণীর মাটির বাঁধন, বাঁধুক জোরে মোদের, সোনার চেয়েও যে খাঁটি, দেশটা সবার নিজের।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফেসবুকে আরও লিখেছেন, ‘‘ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবসে দেশমাতৃকাকে আমার প্রণাম জানাই। আজকের এই শুভ দিনে আমার রচনা ও ভাবনায় একটি গান রইল সবার জন্য। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই ও দেবজ্যোতি বোস। দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। ঐক্য, সম্প্রীতি ও সর্বধর্ম সমন্বয়ের পরম্পরা এই দেশের গৌরব বৃদ্ধি করেছে। নাগরিক হিসেবে সেই ঐতিহ্য অটুট রাখাই হোক আমাদের আজকের শপথ।’’
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন