/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/Mamata-Durga.jpg)
মুখ্যমন্ত্রীর মূর্তি গড়ছেন প্রথিতযশা মৃৎশিল্পী মিন্টু পাল। এক্সপ্রেস ফটো- পার্থ পাল
সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বাংলার মসনদে মুখ্যমন্ত্রী হিসাবে হ্যাটট্রিক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকেই দেবী দুর্গা রূপে পুজো করতে চলেছে কলকাতার এক পুজো কমিটি।
মমতাই দশভুজা, অসুরদলনী এমনটাই বিশ্বাস উদ্যোক্তাদের। কলকাতার পুজোয় এবার অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো। হুবহু মমতার আদলে তৈরি হচ্ছে প্রতিমা। দশ হাতে থাকবে রাজ্যের দশ যুগান্তকারী সরকারি প্রকল্পের প্রতীক। কন্যাশ্রী থেকে সবুজশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলি ফুটে উঠবে মমতারূপী দেবীর হাতে।
কেন এমন ভাবনা, পুজোর উদ্যোক্তা তথা ক্লাবের সম্পাদক উৎসব ঘোষ বলেছেন, "দেবী দুর্গা যেমন দশ হাতে দশ অস্ত্র দিয়ে অসুর বধ করেছিলেন, তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী দশভুজার মতো রাজ্যবাসীর মঙ্গলের জন্য নিরন্তর প্রয়াস করে চলেছেন। তাঁকে শ্রদ্ধা জানাতেই এমন উদ্যোগ।"
তবে মমতার মূর্তি ছাড়াও পুজোমণ্ডপে থাকবে দেবী দুর্গার মূর্তি। বিতর্ক এড়াতেই এই সিদ্ধান্ত। তবে মমতার মূর্তিই যে নজর কাড়বে তা বলা বাহুল্য। এবছর ক্লাবের পুজোর থিম হল 'তুমিই ভরসা'। মুখ্যমন্ত্রীর আদলে দেবী মূর্তি গড়ছেন প্রথিতযশা মৃৎশিল্পী মিন্টু পাল। দেশপ্রিয় পার্কের 'সবচেয়ে বড় দুর্গা', সন্তোষ মিত্র স্কোয়্যারের 'সোনার দুর্গা' খ্যাত এই শিল্পীরে সৃজনে গড়ে উঠছে দেবী মূর্তি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/Mamata-Durga-1.jpeg)
মিন্টু পাল বলেছেন, "৪০ কিলোগ্রাম ওজনের এই মূর্তি ফাইবার গ্লাসের তৈরি হবে। ক্লাবকর্তারা যখন আমার কাছে জানতে চান, এবার কী করা যায়। তখন আমিই তাঁদের মুখ্যমন্ত্রীর মূর্তির আইডিয়া দিই।" শিল্পীর বিশ্বাস, মুখ্যমন্ত্রীর জনমুখী সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি মানুষের কল্যাণ করছে এবং যেভাবে মা দুর্গা তাঁর ভক্তদের আশীর্বাদ করেন, সেইভাবেই মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য সবাই।
আরও পড়ুন এবার মমতার পাড়ার দুর্গাপুজোর থিম ‘খেলা হবে’, অভিনব ভাবনা উদ্যোক্তাদের
এদিক, ইতিমধ্যেই মূর্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। মমতার আদলে দেবী প্রতিমার তীব্র নিন্দা করে গর্জে উঠেছে বিজেপি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে একে হিন্দুবিরোধী বলে কটাক্ষ করেছেন। তিনি টুইটে লিখেছেন, "ওঁর হাতে নিরীহ বাঙালিদের রক্ত লেগে রয়েছে। এটা দেবী দুর্গার অপমান। মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বন্ধ করতে হবে। তিনি বাংলার হিন্দুদের ভাবাবেগে আঘাত করছেন।"
This deification of Mamata Banerjee, who has blood of innocent Bengalis on her hand, following the gruesome post poll violence in Bengal, is nauseating. This is an insult to goddess Durga. Mamata Banerjee must stop this. She is hurting the sensibilities of Hindus of Bengal. https://t.co/1px1OqsFWA
— Amit Malviya (@amitmalviya) September 2, 2021
সেই টুইট রিটুইট করে আবার আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, "যখন কেউ আপনাকে ঈশ্বরের জায়গায় উন্নীত করার চেষ্টা করে তখন আপনার নীরবতা একে সম্মতি দেয়। তার মানে আপনার অহঙ্কার এমন উচ্চতায় পৌঁছেছে যে যেখানে বিবেক তাকে জবাবদিহি করতে পারে না।"
When someone tries to elevate you to God' s strature only to please you & your silence indicates consent, it means your ego has reached a point where conscience can't hold it accountable. https://t.co/ezBlvdWjSN
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 3, 2021
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন