বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল কলকাতার অফিস পাড়া

রবিবার ভর সন্ধ্যায় কলকাতার অফিস পাড়ায় বিস্ফোরণের আতঙ্ক। বিকট শব্দে কেঁপে ওঠে স্টিফেন হাউজ চত্বর। বৈদ্যুতিক তারে বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

রবিবার ভর সন্ধ্যায় কলকাতার অফিস পাড়ায় বিস্ফোরণের আতঙ্ক। বিকট শব্দে কেঁপে ওঠে স্টিফেন হাউজ চত্বর। বৈদ্যুতিক তারে বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Police

কলকাতায় বিস্ফোরণ

রবিবার ভর সন্ধ্যায় কলকাতার অফিস পাড়ায় বিস্ফোরণের আতঙ্ক। বিকট শব্দে কেঁপে ওঠে স্টিফেন হাউজ চত্বর। বৈদ্যুতিক তারে বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে বসে গিয়েছে স্টিফেন হাউজের সামনের ফুটপাথ। তবে, বিরাট কোনও ক্ষয় ক্ষতির খবর নেই।

আরও পড়ুন: মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

Advertisment

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বের ঘটনা। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যায় পুলিশ। ফুটপাথের যে অংশ বসে গিয়েছে, তা ঘিরে রাখে তারা। আসে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। তবে, বিস্ফোরক মেলেনি।

আরও পড়ুন: রাম জেঠমালানি: বিতর্কিত, কুখ্যাত মামলাগুলি

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা জানান, "সিইএসসি'র বিদ্যুতের তার থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। বিকেলে ভোল্টেজের পরিবর্তন হয়। তার জেরেই শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।" পরে পুলিশের তরফেই খবর দেওয়া হয় সিইএসসি ও দমকলকে। তাদের রিপোর্ট পাওয়া গেলে ওই শব্দ কেন হলো, তা পরিষ্কার ভাবে বোঝা যাবে বলে মনে করছে পুলিশ। তবে, সিইএসসি এখনও ঘটনার দায় নেয় নি।

Read the full story in English

kolkata news