কলকাতায় মহিলা যাত্রীর 'শ্লীলতাহানি', ধৃত মোটরবাইক ট্য়াক্সিচালক

মোটরবাইক ট্য়াক্সিতে করে কসবা থেকে বেহালায় নিজের বাড়িতে ফিরছিলেন ২৬ বছরের এক তরুণী। সেসময়ই অভিযুক্ত চালক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছেন মহিলা।

মোটরবাইক ট্য়াক্সিতে করে কসবা থেকে বেহালায় নিজের বাড়িতে ফিরছিলেন ২৬ বছরের এক তরুণী। সেসময়ই অভিযুক্ত চালক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছেন মহিলা।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata city news, কলকাতার খবর, তিলজলা

kolkata city news, কলকাতার খবর

কলকাতায় মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে চাঞ্চল্য় ছড়াল। তিলজলা এলাকায় এক যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোটরবাইক ট্য়াক্সি চালককে। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত অন্য় এক ব্য়ক্তির পরিচয়পত্র ব্য়বহার করে মোটরবাইক ট্য়াক্সি পরিষেবা চালাচ্ছিল। যাঁর পরিচয়পত্র নিয়েছিল অভিযুক্ত ব্য়ক্তি, তিনি ২ বছর আগে কাজ হারান।

Advertisment

জানা গিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটে। মোটরবাইক ট্য়াক্সিতে করে কসবা থেকে বেহালায় নিজের বাড়িতে ফিরছিলেন ২৬ বছরের এক তরুণী। সেসময়ই অভিযুক্ত চালক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছেন মহিলা।

আরও পড়ুন: আগামিকাল থেকে রবিবারও চলবে মেট্রো, প্রথম ট্রেন সকাল ১০.১০ মিনিটে

মহিলার অভিযোগের ভিত্তিতে তিলজলা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্য়ক্তিকে। কেন অন্য় আরেক জনের পরিচয়পুত্র ব্য়বহার করছিল অভিযুক্ত ব্য়ক্তি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata news