Advertisment

নোবেলজয়ী অভিজিতের মুকুটে নয়া পালক

‘‘প্রত্যেক বছর শ্রেষ্ঠ প্রাক্তনী পুরস্কার দেওয়া হয়। এবছর আমরা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দিচ্ছি’’।

author-image
IE Bangla Web Desk
New Update
nobel winner abhijit vinayak banerjee, abhijit banerjee, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি, অভিজিৎ ব্যানার্জি, abhijit banerjee, narendra modi, abhijit banerjee modi meeting, abhijit banerjee narendra modi meeting, abhijit banerjee on bjp, abhijit banerjee on indian economy, Presidency University, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেরা প্রাক্তনী অভিজিত, সেরা প্রাক্তনী অভিজিৎ

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।ছবি: টুইটার।

নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মুকুটে নয়া পালক। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সেরা প্রাক্তনীর পুরস্কার পাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ। আগামী বছরের জানুয়ারিতে অভিজিতের হাতে অতুলচন্দ্র গুপ্ত নামাঙ্কিত পুরস্কার তুলে দেওয়া হবে বলে বুধবার জানিয়েছে প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ। এদিন সকালে বালিগঞ্জে নোবেলজয়ীর বাড়িতে গিয়ে তাঁকে অভিনন্দন জানান প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদের সদস্যরা।

Advertisment

আরও পড়ুন: মোদী কী রসিকতা করেছেন? বৈঠক শেষে জানালেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

এ প্রসঙ্গে প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘প্রত্যেক বছর শ্রেষ্ঠ প্রাক্তনী পুরস্কার দেওয়া হয়। এবছর আমরা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দিচ্ছি। উনি বলেছেন, জানুয়ারিতে সময় দেবেন। তখন কলকাতায় উনি এলে, ওঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে’’। পাশাপাশি প্রাক্তনী সংসদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘‘অভিজিৎবাবু যখন প্রেসিডেন্সিতে পড়াশোনা করতেন, সে সময়কার প্রাক্তনীদের ডাকা হবে। যাঁরা ক্যান্টিন চালাতেন, তাঁদেরকেও ডাকা হবে। আমরা চাই ওঁর সেই ৩ বছরের প্রেসিডেন্সিকে ফিরিয়ে দেব। এমন প্রস্তাব দিয়েছি। উনি খুব আনন্দিত’’।

আরও পড়ুন: ছেলের বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য নোবেল জয়ী অভিজিতের মায়ের

উল্লেখ্য, নোবেলজয়ের পর মঙ্গলবার সন্ধ্যায় প্রথমবার কলকাতায় ফেরেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে অভিজিতকে স্বাগত জানান মন্ত্রী ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। অভিজিতকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। এর আগে সেদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন অভিজিত। সেই বৈঠকের শেষে বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচক হিসেবে পরিচিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, কীভাবে মিডিয়া তাঁকে মোদী বিরোধী করে তুলছে তা নিয়েই প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে রসিকতা করেন। সাংবাদিকদের উদ্দেশে নোবেলজয়ী বলেন, “উনি টিভি দেখেছেন, উনি আপনাদেরও দেখেছেন যে আপনারা কী করার চেষ্টা করছেন। এবার থামুন।”

kolkata news
Advertisment