লাগামহীন জ্বালানি, দেশে পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড, সেঞ্চুরির চৌকাঠে ডিজেল

আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol Diesel Price Hike in Kolkata 2 April 2022

লাগাতার দাম বৃদ্ধি জ্বালানি তেলের।

আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। লাগাতার দাম বৃদ্ধি জ্বালানি তেলের। এই নিয়ে গত ১২ দিনে ১০ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। দেশে পেট্রোলের দামে সর্বকালীন রেকর্ড। আরও বেড়ে সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল। জ্বালানির লাগাতার এই দাম বৃদ্ধির জেরে বাজার 'আগুন'।

Advertisment

হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। একলাফে বহু গুণে বেড়ে যাচ্ছে গাড়ি ভাড়াও। সব মিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে ফি দিন দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। তারই জেরে নাভিশ্বাঃস উঠছে মধ্যবিত্ত থেকে শুরু করে আমজনতার।

এই নিয়ে গত ১২ দিনে ১০ বার দাম বাড়ল জ্বালানি তেলের। আজ পেট্রোলের দাম লিটারে ৮৪ পয়সা বেড়েছে। কলকাতায় শনিবার লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে ১১২ টাকা ১৯ পয়সা। অন্যদিকে, এদিন ফের বেড়েছে ডিজেলের দামও। সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেল। এদিন লিটারে ৮০ পয়সা বেড়েছে ডিজেলের দাম। শনিবার কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৯৭ টাকা ২ পয়সা।

Advertisment

আরও পড়ুন- আজ থেকেই শুরু উচ্চ মাধ্যমিক, এই প্রথম হোম সেন্টারেই পরীক্ষা ছাত্রছাত্রীদের

পেট্রোল-ডিজেলের লাগাতার এই দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধীরা। আগামী ৭ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ পালনের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। যে কর্মসূচি শুরু হয়েছে ৩১ মার্চ থেকে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির পাশাপাশি জ্বালানি তেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ৭ এপ্রিল পর্যন্ত লাগাতার বিক্ষোভ কংগ্রেসের। রাজ্যে-রাজ্যে কেন্দ্রের বিরুদ্ধে সভা-মিছিল কংগ্রেস নেতৃত্বের। একইভাবে দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

পাঁচ রাজ্যের ভোটের ফল বেরনোর পর থেকেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। এর পিছনে রাজনৈতিক অভিসন্ধির তত্ত্ব খাড়া করছে বিরোধীরা। যদিও কেন্দ্রের শাসকদল বিজেপির বক্তব্য, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির সঙ্গে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের কোনও সম্পর্ক নেই। বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার কারণেই দেশের বাজারে পেট্রোল-ডিজেলের এই দাম বৃদ্ধি বলে দাবি গেরুয়া দলের।

kolkata news kolkata petrol diesel price West Bengal Petrol-Diesel price Hike