/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/presi-agi-759.jpg)
ক্যাবের প্রতিবাদে শামিল প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশ।
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় এবার কলকাতার রাজপথে নামলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ক্যাব বিরোধিতায় বৃহস্পতিবার ‘বিজেপি কার্যালয় অভিযানে’ শামিল হন প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশ। যদিও পুলিশি বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে হয় তাঁদের। জানা যাচ্ছে, হিন্দু হস্টেলের সামনে ব্যারিকেড করে প্রেসিডেন্সির পড়ুয়াদের মিছিল আটকায় পুলিশ। এদিন নাগরিকত্ব বিলের প্রতিলিপি পোড়ান পড়ুয়ারা। উল্লেখ্য, লোকসভার পর রাজ্যসভায় ক্যাব পাসের পরই বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে উন্মাদনায় মাতেন বিজেপি কর্মীরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/cab-presi-759-new.jpg)
এ প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দেবনীল পাল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেন, ‘‘আমরা হিন্দু হস্টেলের সামনে থেকে ফিরে এসেছি। আজকে আমরা আমাদের কর্মসূচী স্থগিত রেখেছি। কারণ বিজেপি সমর্থকরা পাল্টা আমাদের দিকে এগিয়ে আসতে থাকেন। পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের মিছিল আটকায়। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজ কোনওরকম নিরাপত্তা ছিল না’’। এসএফআই সমর্থক এক পড়ুয়া জানান, ‘‘আমরা বিজেপি সদর দফতরে নাগরিকত্ব সংশোধনী বিলের একটা কপি দিতে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেয়। তাই কর্মসূচী স্থগিত রাখছি’’।
আরও পড়ুন: কলকাতায় বিজেপি কার্যালয়ের সামনে ধুন্ধুমার, তুমুল ধস্তাধস্তি
এর আগে, কংগ্রেসের মিছিল ঘিরে অশান্ত হয়ে ওঠে ৬, মুরলীধর সেন লেন চত্বর। ডেঙ্গি ইস্যুতে আজ কলকাতা পুরসভা অভিযানে নামে কংগ্রেস। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিল, এনআরসি-র প্রতিবাদের স্বরও শোনা যায় কংগ্রেসের এদিনের মিছিলে। মহম্মদ আলি পার্ক থেকে পুরসভা অভিযান শুরু করে যুব কংগ্রেস। মিছিল রাজ্য বিজেপির দফতরের সামনে আসতেই উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান চলে। বোতল, হাড়ি ছোড়ারও অভিযোগ উঠেছে। পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।