Advertisment

বৃষ্টি থামলেই শুরু হবে কলকাতার রাস্তা মেরামতির কাজ

বর্ষা মিটলেই শহরের প্রায় ১০০টি কঙ্কালসার রাস্তা সারানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বেহাল রাস্তা চিহ্নিতকরণের কাজও হয়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kmc

কলকাতা পুরনিগম

বর্ষায় বেহাল অবস্থা কলকাতার বহু রাস্তার। সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে যানবাহন চালকদের। থমকে যাচ্ছে গাড়ির গতি। সমস্যা সমাধানে পুজোর আগেই রাস্থা মেরামতির আশ্বাস দিল কলকাতা পুরনিগম। বর্ষা মিটলেই শহরের প্রায় ১০০টি কঙ্কালসার রাস্তা সারানোর কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বেহাল রাস্তা চিহ্নিতকরণের কাজও হয়ে গিয়েছে।

Advertisment

কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ (রাস্তা) রতন দে বলেন, 'এখনও বৃষ্টি হচ্ছে। ফলে প্যাচ ওয়ার্কের কাজ এখন করে লাভ নেই। তবে, দুর্গা পুজোর আগে আমরা শহরের রাস্তা সারাইয়ে ফেলতে পারবো বলে আশা করছি। উৎসবের দিনে দুর্ঘটনা আটকাতে ও ট্রাফিক পরিষেবা মসৃণ রাখতেই এই মেরামতি করতে পুরনিগম দায়বদ্ধ।'

আরও পড়ুন: ‘আরেকটা ভারত ভাগ করতে দেব না, বাংলা আসাম নয়’, হুঁশিয়ারি মমতার

তিলোত্তমার কোন কোন রাস্তার অবস্থা অত্যন্ত খারপ তার তালিকা তৈরি করেছে কলকাতা পুলিশ। এছাড়াও, কলকাতা বন্দর, কলকাতা মেট্রোপলিটান উন্নয়ন কর্তৃপক্ষ, পূর্ত দফতর তাদের নিয়ন্ত্রণে থাকা খারাপ রাস্তার তালিকাও কলকাতা পুরনিগমের কাছে পেশ করেছে। এইসব তালিকার ভিত্তিতেই শহরের রাস্তা মেরামতির কাজ চলবে বলে জানিয়েছেন কেএমসি'র এক আধিকারিক।

আরও পড়ুন: জীবিত মমতাকেই বাংলায় এনআরসি দেখতে হবে, হুঁশিয়ারি দিলীপের

এখনও পর্যন্ত যেসব রাস্তা মেরামতির তালিকা পুরনিগমের কাছে পেশ করা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ইএম বাইপাস, এমজি রোড, স্ট্যান্ড রোড, লেনিন সরণি, এপিসি রোড, মানিকতলা মেন রোড, উল্টোডাঙা ফ্লাইওভার সংলগ্ন রাস্তা। এছাড়া রয়েছে, বেহালা ও গড়িয়াহাট, নিউ আলিপুরের বেশ কিছু রাস্তাও।

কলকাতার পাশাপাশি, বিধাননগর পুরনিগম আগামী ২০ দিনের মধ্যে ১৩টি রাস্তা মেরামতির কাজ সম্পন্ন করবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে, বৈশাখী মোড়, পূর্ত ভবন আইল্যান্ড, শুশ্রুত ও নেতাজি আইল্যান্ড অঞ্চল।

বেহাল রাস্তা মেরামতির জন্য রাজ্য নগরোন্নয়ন দফতর বিধাননগর পুর নিগমকে ৭৫ কোটি টাকা অমুমোদন করেছে।

Read the full story in English

KOLKATA CORPORATION kolkata
Advertisment