Advertisment

রাজীবকে 'আত্মসমর্পণের' পরামর্শ হাইকোর্টের, আজ নজরে আগাম জামিন মামলার শুনানি

আগাম জামিনের আবেদনের দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে দরবার করেন রাজীব কুমারের আইনজীবী। সেই প্রেক্ষিতেই আদালত 'আত্মসমর্পণের' পরামর্শ দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rajeev kumar, রাজীব কুমার, রাজীব, রাজীব কুমারের খবর, আইপিএস রাজীব কুমার, rajeev kumar news, rajeev, rajib, রাজীবের খবর, rajib kumar, rajiv kumar, rajeev kumar latest news, ips rajeev kumar, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার, kolkata ex cp, arjun singh, অর্জুন ,সিং, bjp leader arjun singh, বিজেপি নেতা অর্জুন সিং, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, saradha scam, সারদাকাণ্ড

রাজীব কুমার।

সারদা চিটফান্ড মামলায় অভিযুক্ত আইপিএস রাজীব কুমারকে আত্মসমর্পণের পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট। হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে সিবিআই। তারই মধ্যে পুলিশ কর্তার ছুটির মেয়াদ বাড়িয়েছে নবান্ন। কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থার কাছে হাজিরা না দিলেও বারাসত থেকে আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি। তবে, প্রতিবারই অস্বস্তি বেড়েছে কলকাতার প্রাক্তন নগরপালের। ফলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। আগাম জামিনের আবেদনের দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টে দরবার করেন রাজীব কুমারের আইনজীবী। সেই প্রেক্ষিতেই আদালত 'আত্মসমর্পণের' পরামর্শ দিয়েছে। বুধবার কলকাতা হাইকোর্টে হবে সারদা মামলায় রাজীব কুমারের আগাম জামিন মামলার শুনানি। দুপুর আড়াইটার সময় শুনানি হবে বলে জানা গিয়েছে।

Advertisment

এদিকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কলকাতা ও বিধাননগরের প্রাক্তন কমিশনারকে খুঁজে চলেছে সিবিআই গোয়েন্দা। মঙ্গলবার অভিযুক্ত আইপিএসের খোঁজে পূর্ব মেদিনীপুরের মেচেদায় যায় সিবিআই টিম। এলাকার বিভিন্ন হোটেল সম্পর্কে খোঁজ খবর করেন সিবিআই গোয়েন্দারা। সোমবার, পার্ক স্ট্রিটে তাঁর বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে খুঁজতে উত্তরপ্রদেশও পাড়ি দিয়েছিল সিবিআই। চান্দৌলিতে রাজীবের পৈতৃক বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই-এর একটি দল।

আরও পড়ুন: বীরসিংহ ‘এডুকেশন হাব’ হবে, ঘোষণা মমতার

রাজীব কুমার কোথায়? এখনও পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের কোনও হদিশ পেল না সিবিআই। এর মধ্যেই রাজীবের ছুটির মেয়াদ বাড়ায় রাজ্য সরকার। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য পুলিশের এডিজি (সিআইডি) রাজীবের ছুটির আর্জি আগেই মঞ্জুরর করেছিল নবান্ন। তার মেয়াদ আরও ৫ দিন বাড়ানো হল। সূত্রের খবর, রাজ্য সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: ‘দাদা সাহেব ফালকে’ অমিতাভ, ঘোষণা কেন্দ্রের

অন্যদিকে, সারদার পাশাপাশি রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে ফের নোটিস দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল বর্তমান এডিজি সিআইডি-র। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন রাজীব। সিবিআইকে চিঠি লিখে হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছেন কলকাতার প্রাক্তন সিপি, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

এর আগে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের দায়ের করা আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালত। শনিবার রাতে আদালত জানিয়ে দেয়, সারদা চিটফান্ড মামলায় অভিযুক্ত কলকাতার প্রাক্তন নগরপালকে আগাম জামিন দেওয়া যাবে না। শনিবারও রাজীবের বাড়ি গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। উল্লেখ্য, রাজীব কুমারকে গ্রেফতারে কোনও বাধা নেই বলে বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছে আলিপুর আদালত। আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট সুব্রত মুখোপাধ্যায়ের এজলাসে রাজীবের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিল সিবিআই। এই আবেদনের প্রেক্ষিতে সিবিআই ও রাজীবের আইনজীবীর সওয়াল-জবাব শোনার পর ঘণ্টা পাঁচেক রায়দান স্থগিত করার পর আদালত জানিয়ে দেয়, কলকাতার প্রাক্তন নগরপালকে সরাসরি গ্রেফতার করতে পারবে সিবিআই। এজন্য পরোয়ানা জারির দরকার নেই।

kolkata cbi
Advertisment