Advertisment

কঙ্গনা ইস্যুতে সঞ্জয় রাউতকে হুমকি ফোন, কলকাতা থেকে গ্রেফতার যুবক

অভিযোগ, নিজেকে সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের সঙ্গী বলে পরিচয় দিয়ে সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেন অভিযুক্ত ব্যক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত।

শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতকে হুমকি ফোনের অভিযোগে কলকাতা থেকে পলাশ বসুকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের এটিএস। পেশায় জিম প্রশিক্ষক পলাশকে শুক্রবার টালিগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

Advertisment

এক পুলিশ আধিকারিকের কথায়, নিজেকে সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের সঙ্গী বলে পরিচয় দিয়ে সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেন। এখানেই শেষ নয়, কঙ্গনা ইস্যুতে পলাশ বসু মেসেজ ও ভিডিও কল করেও শিবসেনা নেতাকে শাসিয়েছিলেন।

এরপরই প্রযুক্তিকে ব্যবহার করে আইপি খতিয়ে দেখে মুম্বই পুলিশ জানতে পারে সঞ্জয় রাউতের কাছে কলকাতা থেকে হুমকি ফোন এসেছে। সেই সূত্র ধরেই পলাশ বসু নামে বছর চল্লিশের এক যুবকের খোঁজ পান মুম্বই পুলিশের গোয়েন্দারা। মুম্বই পুলিশের তরফে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই কলকাতা পৌঁছায় মুম্বই পুলিশের এটিএস। স্থানীয় পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয় পলাশ বসুকে। আজই পলাশকে নিয়ে মুম্বই পৌঁছবে পুলিশ। অভিযোগ, কঙ্গনা রানাওয়াতের অনুরাগী পলাশ। বিগত কয়েকদিন ধরে মহারাষ্ট্র সরকারের প্রধান শরিক শিবসেনার সঙ্গে বলিউড অভিনেত্রীর বিরোধ ইস্যুতেই এই কাণ্ড ঘটিয়েছেন পলাশ।

আরও পড়ুন- ইতিহাস আপনার নীরবতার বিচার করবে, কঙ্গনার নিশানায় সোনিয়া

তবে, অভিযুক্ত পলাশ বসুর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানিয়েছেন, 'সে (পলাশ) এই হুমকি ফোন বা মেসেজের সঙ্গে জড়িত নন। আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে পলাশের বিরুদ্ধে অভিযোগ করেছে মুম্বই পুলিশ। কিন্তু এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে আইপি চুরি করে নানান প্রতারণামূলক ও বেআইনি কাজ করা হয়ে থাকে। তবে সঞ্জয় রাউতের মত নেতার নাম যেহুতে জড়িত তাই আদালত অভিযুক্তের বিরুদ্ধে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে।'

অভিযুক্ত পলাশ বসুই সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং এনসিপি প্রধানকে হুমকি ফোন করেছিলেন কিনা তাও খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata police shiv sena
Advertisment