/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/kunal-ghosh-759-1.jpg)
কুণাল ঘোষ। ছবি: টুইটার।
সারদাকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন কুণাল ঘোষ। বুধবার সকালে ইডি দফতরে যান কুণাল। ক’দিন আগেই প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে তলব করে ইডি। কুণালের পাশাপাশি আরও ৫ জনকে নোটিস পাঠায় ইডি। সেই তলবের প্রেক্ষিতেই এদিন ইডি দফতরে কুণাল হাজিরা দিলেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, সারদাকাণ্ডে এর আগে কুণাল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল।
Former TMC MP Kunal Ghosh appears before the Enforcement Directorate, in connection with Saradha chit fund case. pic.twitter.com/SVo6SWztGJ
— ANI (@ANI) July 17, 2019
আরও পড়ুন: সারদাকাণ্ডে কুণাল,শতাব্দী-সহ ৬ জনকে তলব ইডির
গত সপ্তাহে সারদাকাণ্ডে প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ, অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়, ক্লাব কর্তা দেবব্রত সরকার, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল, সন্ধির আগরওয়াল ও সারদার এজেন্ট অরিন্দম দাস ওরফে বুম্বাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্র মারফৎ জানা গিয়েছে, সারদাকাণ্ডের তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে, সারদার কাছ থেকে টাকা পেয়েছেন এই ৬ জন। সেই টাকা কোথায় গেল? জানতে চান তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি নগদেও লেনদেন হয়েছে। মূলত আর্থিক লেনদেন নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে।
কিছুদিন আগেই সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে এ মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় আইপিএস অর্ণব ঘোষকেও। আজ দুপুর ২টো থেকেই শুরু হচ্ছে কলকাতা হাইকোর্টে রাজীব কুমার মামলার শুনানি।