সূত্র মারফৎ জানা গিয়েছে, সারদাকাণ্ডের তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। তদন্তে উঠে এসেছে, সারদার কাছ থেকে টাকা পেয়েছেন এই ৬ জন। সেই টাকা কোথায় গেল? জানতে চান তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি নগদেও লেনদেন হয়েছে। মূলত আর্থিক লেনদেন নিয়েই এই ৬ জনকে তলব বলে মনে করা হচ্ছে।
এদিকে সংসদের অধিবেশন চলায় এখন হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়েছেন সাংসদ শতাব্দী রায়। সংসদের অধিবেশন শেষ হলেই হাজিরা দেবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ইডি সূত্রে খবর, সংসদে অধিবেশন শেষ হওয়ার পর ফের শতাব্দীকে তলব করা হবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্ন এবং প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এর আগে এ মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় আইপিএস অর্ণব ঘোষকেও।