Advertisment

ঘূর্ণিঝড় আমফানের জন্য কন্ট্রোল রুম এবং হেল্পলাইন খুলল কলকাতা পুলিশ

বুধবার, ২০ মে সকাল ৮টা থেকে অন্তত টানা ৪৮ ঘন্টা চালু থাকছে কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম, যার দায়িত্বে থাকবেন পুলিশের পদস্থ আধিকারিকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
cyclone amphan, আমফান, আমপান, আম্পান, amphan news, amphan updates, amphan latest updates, west bengal amphan, umphan latest updates

কলকাতার আকাশে মঙ্গলবার ঘূর্ণিঝড় আমফানের মেঘ। নিজস্ব চিত্র

কলকাতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড় আমফান। সম্ভাব্য ক্ষয়ক্ষতির মোকাবিলায় তাই বুধবার, ২০ মে সকাল ৮টা থেকে অন্তত টানা ৪৮ ঘন্টা চালু থাকছে কলকাতা পুলিশের বিশেষ কন্ট্রোল রুম, যার দায়িত্বে থাকবেন পুলিশের পদস্থ আধিকারিকরা। একথা জানানো হয়েছে কলকাতা পুলিশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে। এই কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয়ে বজায় রাখবে কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল বিভাগ এবং অন্যান্য সরকারি পরিষেবা সংস্থা। পাশাপাশি তৈরি থাকছে কলকাতা পুলিশের নিজস্ব বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

Advertisment

শহরবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তাও দিয়েছে কলকাতা পুলিশ। জরুরি অবস্থায় ফোন করতে পারেন কন্ট্রোল রুমের এই নম্বরগুলিতে - (০৩৩) ২২১৪ ৩০২৪/ ৩২৩০/ ১৩১০। এছাড়াও অসুবিধের কথা জানাতে পারেন ১০০ ডায়াল করে। একটি বিশেষ হেল্পলাইন থাকছে - 94326 24365 (৯৪৩২৬ ২৪৩৬৫) - যে নম্বরে ফোন করা ছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারেন।

আরও পড়ুন: Cyclone Amphan Live Updates: বাংলার আরও কাছে সুপার সাইক্লোন ‘আমফান’, নবান্নে চালু কন্ট্রোল রুম

এছাড়াও কিছু বিধিবদ্ধ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে

ঝড়ের সময় কী করবেন

১। বাড়িঘর যথাসাধ্য সুরক্ষিত রাখুন। ভাঙাচোরা জায়গা বা ফাটলের দিকে নজর রাখুন। কাচের জানলা ভালোভাবে বন্ধ করুন

২। অবৈধ অথবা জরাজীর্ণ হোর্ডিং দেখলে জানান, সরিয়ে দেবে পুরসভা

৩। বিপর্যয়ের ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপ্রবণ এলাকার বাসিন্দাদের সরকারের নির্দেশ মেনে চলা উচিত, যাতে ক্ষয়ক্ষতির বা প্রাণহানির পরিমাণ যথাসম্ভব কম হয়

৪। শান্ত থাকুন। আতঙ্কিত হলে অন্যের আতঙ্কের কারণ হয়ে পড়বেন

৫। কোনোরকম দুর্ঘটনা ঘটলে সরাসরি সাহায্য কাজে জড়িত না থাকলে দুর্ঘটনাস্থল থেকে সরে থাকুন

৬। বাড়ির ভেতরের বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন ফ্রিজ, টিভি, ওয়াইফাই রাউটার, মাইক্রোওয়েভ ইত্যাদি, যথাসম্ভব বন্ধ করে রাখুন

ঝড়ের সময় কী করবেন না

১। নিতান্ত প্রয়োজন ছাড়া বিপদ না কাটা পর্যন্ত খোলা জায়গায় বা ঘরের বাইরে বেরোবেন না

২। ল্যাম্প পোস্ট বা ইলেকট্রিক পোস্টের খোলা তারে কোনও অবস্থাতেই হাত দেবেন না

৩। খোলা ম্যানহোল দেখলে অবশ্যই জানান

৪। পর্যটক বা দর্শনার্থী হলে নিজেদের হোটেল/অস্থায়ী বাসস্থানের বাইরে বেরোবেন না

৫। ঝড়বৃষ্টির ছবি তুলতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নেবেন না

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment