Cyclone Amphan Latest Updates, West Bengal Weather Today: সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে বাংলায় ৭২ জনের মৃত্য়ু হয়েছে। এর মধ্য়ে কলকাতায় মৃত্য়ু হয়েছে ১৫ জনের, হাওড়ায় ৭, উত্তর ২৪ পরগনায় ১৭, পূর্ব মেদিনীপুরে ৬, বারুইপুরে ৬, ডায়মন্ড হারবারে ৮, সুন্দরবনে ৪, চন্দননগরে ২, রানাঘাটে ৬ জনের মৃত্য়ু হয়েছে বলে নবান্নে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আমফানে বাংলায় মৃতদের পরিজনদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। পাশাপাশি মুখ্য়মন্ত্রী বলেছেন,”প্রধানমন্ত্রীকে বলব, রাজ্য়ে এসে পরিস্থিতি ঘুরে দেখুন”। রাজ্যে নবান্নের পক্ষ থেকে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে, সেগুলি হল -২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। Read the live blog in English
আমফানের তাণ্ডবলীলায় কার্যত ধ্বংসের চেহারা নিয়েছে বাংলার একাংশ। কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন প্রান্ত বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা ব্য়াপকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমফান পরিস্থিতি নিয়ে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে ফোনে কথা বলে সাহায্য়ের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে বাংলার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিঘা ও হাতিয়ার মধ্য়ে দিয়ে গিয়ে বুধবার সুন্দরবন এলাকা অতিক্রম করে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ধেয়েযায় আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিমি। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৩৩ কিমি। ঝড়ের প্রভাবে আজও সকাল থেকে কলকাতা-সহ বাংলার আকাশের মুখভার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Cyclone Amphan Updates: ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে কলকাতা-সহ বাংলার একাংশ। ইন্টারনেট ও টেলি যোগাযোগ পরিষেবা ব্য়াপকভাবে বিচ্ছিন্ন হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে খবর পৌঁছে দিতে প্রবল সমস্য়ার মুখোমুখি হয়েছি। তাই, সীমিত সংখ্য়ক আপডেট দিতে পারছি। এই সমস্য়ার জন্য় আমরা দু:খিত। পরিস্থিতি স্বাভাবিক হলে শীঘ্রই আমরা যথাযথভাবে সংবাদ পরিবেশন করব। Follow the Updates here:
মঙ্গলবার বিকেল থেকেই পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। শুরু হয়েছে বৃষ্টি। মৎসজীবীদের ২১ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বিপর্যয় মোকাবিলায় হাজার কোটির তহবিল তৈরি করে কাজ করছে রাজ্য সরকার, জানালেন মমতা।
শনিবার আকাশপথে আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মমতা।
আমফানে বাংলায় মৃতদের পরিজনদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। পাশাপাশি মুখ্য়মন্ত্রী বলেছেন,”প্রধানমন্ত্রীকে বলব, রাজ্য়ে এসে পরিস্থিতি ঘুরে দেখুন”।
সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে বাংলায় ৭২ জনের মৃত্য়ু হয়েছে। এর মধ্য়ে কলকাতায় মৃত্য়ু হয়েছে ১৫ জনের, হাওড়ায় ৭, উত্তর ২৪ পরগনায় ১৭, পূর্ব মেদিনীপুরে ৬, বারুইপুরে ৬, ডায়মন্ড হারবারে ৮, সুন্দরবনে ৪, চন্দননগরে ২, রানাঘাটে ৬ জনের মৃত্য়ু হয়েছে বলে নবান্নে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে বাংলায় ৭২ জনের মৃত্য়ু হয়েছে বলে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
আমফানের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি কলকাতা বিমানবন্দরও। জানা যাচ্ছে, বিমানবন্দরে ব্য়াপক ক্ষতি হয়েছে। জল ঢুকে গিয়েছে বিমানবন্দরের রানওয়েতে ও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঙ্গার।
আমফান বিদায় নিয়েছে। কিন্তু তার তাণ্ডবের চিহ্ন বর্তমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজও রাজ্য়ের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্য়েই কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ”ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের ছবি দেখছি। এই কঠিন সময়ে, গোটা দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে। রাজ্য়ের মানুষের কল্য়াণের জন্য় প্রার্থনা করছি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে”। মোদী আরও লিখেছেন, ”ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজ করছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন শীর্ষ আধিকারিকরা। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে”।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ”আমফান পরিস্থিতির উপর নজর রাখছি। পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সবরকম সাহায্য়ের আশ্বাস দেওয়া হয়েছে”।
আমফানের তাণ্ডবে বাংলার একাধিক এলাকা বিদ্যুৎহীন। কলকাতার বিস্তীর্ণ এলাকাতেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে খবর।
সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে লন্ডভন্ড বাংলা। ব্য়াপকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা
আসাম ও মেঘালয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ঝড়ের গতি কমে গিয়েছে। আসাম মেঘালয়ে ও অরুণাচল প্রদেশে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা আছে।
আসাম ও মেঘালয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে ঝড়ের গতি কমে গিয়েছে। আসাম মেঘালয়ে ও অরুণাচল প্রদেশে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা আছে।
‘সর্বনাশ হয়ে গিয়েছে’, বাংলায় আমফানের তাণ্ডব প্রসঙ্গে এ ভাষাতেই ব্য়ক্ত করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্নে এদিন কন্ট্রোল রুম থেকে মমতা বলেন, ”এতদিন ধরে কলকাতায় আছি, এরকম দুর্যোগ আগে কখনও দেখিনি । আয়লা, বুলবুল, ফণী দেখেছি। আজ যা দেখলাম বড় বিপর্যয়। আজ ওড়িশা বেঁচে গিয়েছে। বাংলার উপর দিয়ে গিয়েছে পুরোটা”। মুখ্য়মন্ত্রী জানান, ”এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্য়ুর খবর মিলেছে। অনেকে আহত হয়েছেন। গাছ পড়ে অধিকাংশ জনের মৃত্য়ু হয়েছে। দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় হাজার হাজার মানুষকে বাঁচাতে পেরেছি”। বিস্তারিত পড়ুন
‘সর্বনাশ হয়ে গিয়েছে’, বাংলায় আমফানের তাণ্ডব প্রসঙ্গে এ ভাষাতেই ব্য়ক্ত করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নবান্নে এদিন কন্ট্রোল রুম থেকে মমতা বলেন, ”এতদিন ধরে কলকাতায় আছি, এরকম দুর্যোগ আগে কখনও দেখিনি । আয়লা, বুলবুল, ফণী দেখেছি। আজ যা দেখলাম বড় বিপর্যয়। আজ ওড়িশা বেঁচে গিয়েছে। বাংলার উপর দিয়ে গিয়েছে পুরোটা”। মুখ্য়মন্ত্রী জানান, ”এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্য়ুর খবর মিলেছে। অনেকে আহত হয়েছেন। গাছ পড়ে অধিকাংশ জনের মৃত্য়ু হয়েছে। দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় হাজার হাজার মানুষকে বাঁচাতে পেরেছি”। বিস্তারিত পড়ুন
নবান্নে কন্ট্রোল রুম থেকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানালেন, ”এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্য়ুর খবর মিলেছে। অনেকে আহত হয়েছেন। দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। ঈশ্বরের কৃপায় হাজার হাজার মানুষকে বাঁচাতে পেরেছি”।
প্রবল বেগে বাংলার মাটিতে আছড়ে পড়ল সুপার সাইক্লোন ‘আমফান’। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দিঘা ও হাতিয়ার মধ্য়ে দিয়ে গিয়ে সুন্দরবন এলাকা অতিক্রম করেছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ধেয়ে গিয়েছে আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিমি। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিমি। এদিকে, ঘূর্ণিঝড়ের ঝাপটায় কলকাতা-সহ জেলার বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে বহু গাছ, উপড়ে গিয়েছে বিদ্য়ুতের খুঁটি। আমফানের তাণ্ডবে বাংলায় ২ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন
প্রবল বেগে বাংলার মাটিতে আছড়ে পড়ল সুপার সাইক্লোন ‘আমফান’। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দিঘা ও হাতিয়ার মধ্য়ে দিয়ে গিয়ে সুন্দরবন এলাকা অতিক্রম করেছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ধেয়ে গিয়েছে আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিমি। কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিমি। এদিকে, ঘূর্ণিঝড়ের ঝাপটায় কলকাতা-সহ জেলার বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে বহু গাছ, উপড়ে গিয়েছে বিদ্য়ুতের খুঁটি। আমফানের তাণ্ডবে বাংলায় ২ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন
কলকাতায় ব্য়াপক তাণ্ডব আমফানের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সন্ধে ৭টা ২০ মিনিট নাগাদ কলকাতায় সাইক্লোনের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিমি। উল্লেখ্য়, কলকাতায় আমফানের সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৩০ কিমি বেগে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।
বাংলায় সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে ২ জনের মৃত্য়ু হয়েছে বলে জানা যাচ্ছে। হাওড়া ও মিনাখাঁয় দু’জনের মৃত্য়ু হয়েছে বলে সূত্রের খবর। তবে সরকারিভাবে এখনও কিছু জানা যায়নি।
কলকাতায় আছড়ে পড়ল আমফান। শহরে ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০ কিমি।
বাংলায় আছড়ে পড়ল আমফান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দিঘা ও হাতিয়ার মধ্য়ে দিয়ে গিয়ে সুন্দরবন এলাকা অতিক্রম করেছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ধেয়ে গিয়েছে আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ১৮৫ কিমি।
প্রবল বেগে ঝড় হচ্ছে এই মুহূর্তে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তীব্র ঝড়ের দাপট। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি হচ্ছে। ভেঙে পড়েছে বহু গাছ। বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করা হয়েছে।
প্রবল বেগে ঝড় হচ্ছে কলকাতায়। এই মুহূর্তে ঝড়ের বেগ ঘণ্টায় ১১২ কিমি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে কলকাতার একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, উপড়ে গিয়েছে বিদ্য়ুতের খুঁটি, ট্রাফিক সিগন্য়াল পোস্ট। বহু বাড়ির কাচের জানলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
দিঘায় উত্তাল সমুদ্র, বকখালিতেও প্রবল জলোচ্ছ্বাস। কলকাতা থেকে এই মুহূর্তে ৫০ কিমি দূরে রয়েছে আমফান।
ওয়েলিংটন, সেন্ট্রাল অ্য়াভিনিউতে ভেঙে পড়ল বহু গাছ। ওয়েলিংটনে ভেঙে পড়েছে ট্রাফিক সিগন্য়াল।
আমফানের তাণ্ডব চলছে বাংলায়। এই পরিস্থিতিতে যে সব এলাকায় ঝড় তীব্রতর রূপ নিয়েছে সেখানে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হোক, এমন নির্দেশই দিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
নবান্নে কন্ট্রোল রুম থেকে রাজ্য়ে আমফান পরিস্থিতি নজরদারি করছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
নবান্নে কন্ট্রোল রুম থেকে রাজ্য়ে আমফান পরিস্থিতি নজরদারি করছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ মধ্য়রাত পর্যন্ত আমফানের দাপট থাকবে কলকাতায়।
দেড় ঘণ্টা পর কলকাতা ছোঁবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান। এই মুহূর্তে কলকাতায় ঝড়ের বেগ ঘণ্টায় ১০৫ কিমি, জানাল আলিপুর আবহাওয়া দফতর।
বাংলায় ঢুকে পড়ল আমফান। উপকূল এলাকায় ঝড়ের বেগ এখন ঘণ্টায় ১৪০-১৫০ কিমি। কলকাতা থেকে মাত্র ৫০ কিমি দূরে রয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ১ ঘণ্টার মধ্য়ে কলকাতা ছুঁয়ে যাবে আমফান।
*বাড়ির বাইরে বেরোবেন না
* গুজবে কান দেবেন না, নির্ভরযোগ্য প্রচারমাধ্যমে খবর পড়ুন ও শুনুন
* বিদ্যুতের খুঁটি বা গাছের কাছে দাঁড়াবেন না
*বিপজ্জনক বাড়িতে থাকবেন না
*ঝড়ের সময় গাড়ি চালাবে না
*বাড়িতে থাকুন
*নিরাপদ স্থানে আশ্রয় নিন
*মূল্যবান নথি সুরক্ষিত জায়গায় রাখুন
*গৃহপালিত প্রাণির বাঁধন খুলে দিন
*মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন
*টর্চ, মোমবাতি সঙ্গে রাখুন
*দরজা-জানলা ভাল করে বন্ধ করে রাখুন
*বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখুন
* গ্যাসের লাইন বন্ধ করে রাখুন
আমফানের তাণ্ডবলীলা শুরু। কলকাতার বিভিন্ন প্রান্তে ভাঙল গাছ। ভেঙেছে ট্রাফিক সিগন্য়ালের খুঁটি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হল, দুপুর আড়াইটে থেকে আমফানের ল্য়ান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। বিকেল ৪টে পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।
কলকাতা ও সংলগ্ন এলাকায় তুমুল বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে তীব্র গতিতে বইছে ঝোড়ো হাওয়া।
মৌসুমি দ্বীপে ঝড়ের দাপট। সময় যত এগোচ্ছে হাওয়ার বেগ ততই বাড়ছে।ধেয়ে আসছে আমফান, মৌসুমি দ্বীপে ঝড়ের দাপট pic.twitter.com/KyoFlIkNYo— indianexpress bangla (@iebengali) May 20, 2020
সাগরদ্বীপ থেকে ৯০ কিমি দূরে রয়েছে আমফান। তবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপট দেখা যাচ্ছে।সাগরদ্বীপের বুড়ি গঙ্গায় জলোচ্ছ্বাসের জেরে নদীবাঁধে ক্ষতির আশঙ্কা।
কলকাতা থেকে ১৯০ কিমি দূরে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের অবস্থান।
ভারতীয় আবহাওয়া দফতরের দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে, ওড়িশার পারাদ্বীপ থেকে ১৫০ কিলোমিটার, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৯৫ কিমি, সাগরদ্বীপ থেকে ৯০ কিমি ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিমি দূরে রয়েছে আমফান। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে গতিবেগ প্রতি ঘণ্টায় প্রায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার।
হায়দ্রাবাদ থেকে পরিযায়ী শ্রমিক নিয়ে একটি লরি কাঁথির উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে, বাংলা-ওড়িশা সীমান্তে সেটি আটকে পড়েছে। দুর্যোগের কারণেই আটকে পড়েছে পরিযায়ী শ্রমিকের দল।
আর কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে আমফান। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ থেকে বর্তমানে ঘূর্ণিঝড়ের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার।
ইতিমধ্যেই আমফানের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। পারাদ্বীপে তাণ্ডব শুরু করেছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বর্তমানে পারাদ্বীপে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ প্রায় ১০২ কিমি। চন্দ্রাবলী, বালাসোর ও পুরীতে প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ৭৪, ৬১ ও ৪১ কিমি।
হাওয়া অফিস জানিয়েছে উপকূলীয় ওড়িশায় (জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক) প্রতি ঘন্টায় হাওয়ার বেগ প্রায় ১২৫ কিমি। বিকেল পর্যন্ত এই ধারাই বজায় থাকবে।
কলকাতা-সহ সাত জেলায় ঝড়ের তান্ডবের শঙ্কা। প্রতি ঘন্টায় স্থলভাগের সঙ্গে প্রায় ২০ কিলোমিটার করে দূরত্ব কমছে এই সুপার সাইক্লোনের। বিকেলেই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে আমফান।
আমফানের প্রভাবে দীঘায় বাড়ছে জলোচ্ছ্বাস। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। ক্ষয়ক্ষতি হবেই তবে প্রাণহানি এড়াতে ইতিমধ্যেই উপকূলের বহু মানুষকে সড়িয়ে দেওয়া হয়েছে। দীঘা উপকূলে শুরু হয়েছে প্রবল ঝড়। বাড়ছে জলের উচ্চতাও।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই রাজ্যের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। আজ বিকেলের মধ্যেই দীঘা এবং সুন্দরবনে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। স্থলভাগে আসার পর উত্তর এবং উত্তরপূর্বমুখী হয়ে কলকাতার পূর্বভাগ ঘেষে বাংলাদেশের পথ ধরবে এই ঝড়। এই মুহুর্তে দীঘা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। এদিকে ঘূর্ণিঝড় আসার প্রাক্কালেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। প্রবল বেগে বইছে হাওয়াও। দীঘা উপকূলে প্রাইয় ১০৩ কিলোমিটার প্রতি ঘন্টায় বইছে ঝড়। শুরু হয়েছে জলচ্ছ্বাসও।
উত্তর ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া এলাকা সহ গোটা জেলাজুড়েই আমফানের প্রভাব লক্ষ্য করা যাবে। প্রবল হাওয়ার সঙ্গে বুধবার ভোর থেকেই উত্তর ২৪ পরগনাজুড়ে চলছে বৃষ্টি।
ছবি: শশী ঘোষ
দিঘা থেকে মাত্র ২০০ কিমি দূরে রয়েছে আমফান। দুপুরের পর যেকোনও সময় গিঘা ও বাংলাদেশের হাতিয়া উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী এঅই ঘূর্ণিঝড়। শক্তি কিছুটা ক্ষয় হলেও এর প্রভাব মারাত্মক হতে পারে বলে আশঙ্কা। কলকাতা থেকে আমফানের দূরত্ব প্রায় ৩১৫ কিলোমিটার।
একা করোনায় রক্ষে নেই, আমফান দোসর। জেরবার পূর্ব মেদিনীপুর। আবহাওয়া দফতরের পূর্বাভাস দুপুর থেকে বিকেলের মধ্যেই দিঘা উপকূলে আছড়ে পড়বে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। দিঘা, রামনগর সহ সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সরানো হয়েছে আশ্রয় শিবিরে। কিন্তু, সামাজিক দূরত্ব বজায় রেখেই চলেছে এই কাজ, দাবি স্থানীয় প্রশাসনের। শতাধিক স্কুল বাড়িতে আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে। পড়ুন বিস্তারিত
দিঘার আরও কাছে আমফান। সমুদ্রে বাড়েছে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকে পড়ছে মেরিন ড্রাইভে। সতর্ক প্রশাসন। নজরদারি চালাচ্ছে পুলিশ। মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ছবি- শান্তনু চৌধুরী, ইন্ডিয়ান এক্সপ্রেস
মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছিল কলকাতা। রাত বাড়তেই তার পরিমান বাড়ে। বুধাবার ভোর থেকেই শহরজুড়ে বৃষ্টি হয়ে চলেছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
আমফান আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার। যা বেড়ে তা পৌঁছতে পারে ১৮৫ কিলোমিটারের আশপাশে। আমফানের জেরে কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়াতেও ভালই প্রভাব পড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার।
পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সরকারের তরফে ঝুঁকিপ্রবণ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কয়েক লক্ষ মানুষকে। এছাড়াও আমফান ঘটিত বিপর্যয়ের মোকাবিলায় দুই রাজ্যে মোতায়েন হয়েছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF)-এর ৪১টি বাহিনী।
নীচে দেওয়া রইল এমন কিছু ওয়েবসাইটের বিবরণ, যেগুলি আপনাকে আমফানের গতিপথ অনুসরণ করতে সাহায্য করবে, বুধবার তার গন্তব্যে পৌঁছনো পর্যন্ত।
mausam.imd.gov.in
cyclocane.com
accuweather.com
পড়ুন বিস্তারিত
ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘুর্ণিঝড় আমফান। আর কয়েক ঘন্টার অপেক্ষা। আজ দুপর থেকে বিকেলের মধ্যেই দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্যে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।
পূর্ব মেদিনীপুরের পাশাপাশি আজ বারী বৃষ্টি হবে কলকাতা সহ দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে। এছাড়া, ওড়শার উত্তর উপকূলীয় ৬ জেলায় অতিভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস মৌসম ভবনের। ওড়িশা ও বাংলার উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় ১৫৫-১৬৫ কিমি বেগে ঝড় বইতে পারে বলে পূর্বভাস।
সুপার সাইক্লোন ‘আমফান’-এর তাণ্ডবের আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছে বাংলা। বুধবার বিকেল থেকে সন্ধের মধ্য়ে দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি বেগে বাংলার দিকে ধেয়ে আসছে আমফান। ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৯৯ কিমি। ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হতে পারে বাংলার একাংশ। তবে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়তে পারে রাজ্য়ের তিন জেলা। কলকাতাতেও তাণ্ডবলীলা চালাতে পারে আমফান, এমন আশঙ্কাই করছেন আবহবিদরা। বিস্তারিত পড়ুন
আমফানের জেরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্য়ালস প্ল্য়ান্ট ও ভারতীয় তেল শোধনাগারে হাই অ্য়ালার্ট জারি করা হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্য়ালস প্ল্য়ান্টের প্রধান অশোক ঘোষ সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ঘূর্ণিঝড় পরিস্থিতিতে একাধিক পদক্ষেপ করা হয়েছে।
বাংলার দিকে ক্রমশ এগোচ্ছে আমফান। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে দিঘা থেকে ৪৭০ কিমি দূরে রয়েছে সুপার সাইক্লোন। পারাদ্বীপ থেকে ৩২০ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিমি দূরে অবস্থান করছে আমফান।
আবহবিদদের একাংশের মতে, আমফানের তাণ্ডবলীলা ভয়ঙ্কর হতে পারে। ২০০৯ সালে আয়লার ধ্বংসলীলা দেখেছে বাংলা। কিন্তু আয়লার গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১১২ কিমি। গত নভেম্বরে বুলবুলের তাণ্ডবেরও সাক্ষী থেকেছে বাংলার একাংশ। তবে, আয়লা ও বুলবুলের থেকেও ভয়ঙ্কর হতে পারে আমফান। একথা এদিন বলেছেন মুখ্য়মন্ত্রীও।
নবান্নে কন্ট্রোল রুমে আমফান পরিস্থিতি নজরদারিতে মুখ্য়মন্ত্রী মমতা।
আমফানের তাণ্ডব প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় ডিরেক্টর সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানালেন, ”মারাত্মক বিপদের আশঙ্কা করছি আমরা। কলকাতায় সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। কলকাতায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছি আমরা। কলকাতায় সমস্ত অফিস, প্রতিষ্ঠান বন্ধ রাখার অ্য়াডভাইসরি জারি করেছি আমরা। রাস্তায় মানুষ যাতে না বেরোন, সেটা নিশ্চিত করা দরকার। সকলে ঘরে থাকুন। কাল প্রচুর গাছ পড়বে। পুরনো বাড়ি যেগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে, সেগুলি ভেঙে পড়ার সম্ভাবনা থাকছে”।
পারাদ্বীপ থেকে ৩৬০ কিমি দূরে রয়েছে আমফান, দিঘা থেকে ৫১০ কিমি দূরে অবস্থান করছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ওড়িশার একাংশে। সে রাজ্য়েও শুরু হয়েছে বৃষ্টি। ইতিমধ্য়েই বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করার কাজ চলছে। ছবি: টুইটার।
কাঁথির SDO অফিস থেকে , আমফান ঝড়ের আগাম সতর্কতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলে জনসাধারণের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিলেন পরিবহণ, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
শহরবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। জরুরি অবস্থায় ফোন করতে পারেন কন্ট্রোল রুমের এই নম্বরগুলিতে – (০৩৩) ২২১৪ ৩০২৪/ ৩২৩০/ ১৩১০। এছাড়াও অসুবিধের কথা জানাতে পারেন ১০০ ডায়াল করে। একটি বিশেষ হেল্পলাইন থাকছে – 94326 24365 – যে নম্বরে ফোন করা ছাড়াও হোয়াটসঅ্যাপ করতে পারেন। বিস্তারিত পড়ুন
পৃথিবীর ইকুয়েটর অর্থাৎ বিষুবরেখার ঠিক উত্তরে ভারত মহাসাগরে পূর্বদিক হলো বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর। ভারতের দুই উপকূলে এই দুই সাগরের ওপর বছরের যে কোনও সময় দেখা দিতে পারে ট্রপিক্যাল সাইক্লোন বা গ্রীষ্মপ্রধান ঘূর্ণিঝড়। যেমন এখন বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় আমফান, যাকে বলা হচ্ছে ‘সুপার সাইক্লোন’, যা ১৯৯৯ সালের পর এই অঞ্চলে দ্বিতীয়। ঘূর্ণিঝড় আমফানের বেগ হতে পারে ১৬৫-১৭৫ কিমি প্রতি ঘণ্টা, তবে সর্বোচ্চ বেগ ১৯৫ কিমি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা। বিস্তারিত পড়ুন
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দিঘা থেকে ৫১০ কিমি দূরে রয়েছে সুপার সাইক্লোন।
সুপার সাইক্লোন- ঘণ্টায় ২২২ কিমি বা তার থেকে বেশি হলে
এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন- ঘণ্টায় ১৬৭-২২১ কিমি
ভেরি সিভিয়ার সাইক্লোন- ঘণ্টায় ১১৮-১৬৬ কিমি
সিভিয়ার সাইক্লোন- ঘণ্টায় ৮৯-১১৭ কিমি
সাইক্লোন- ঘণ্টায় ৬২-৮৮ কিমি
বিস্তারিত পড়ুন
কিছুক্ষণের মধ্য়ে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
একদিকে করোনার থাবা, আরেকদিকে ‘মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়’, আমফান নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য় করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, ”মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা বেশি হবে। কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। আজ-কাল বৃষ্টি হবে। কাল আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্য়রাত পর্যন্ত এর প্রভাব থাকবে।এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ,লেজ, প্রথমে যেটা হিট করবে সেটা মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ”। বিস্তারিত পড়ুন
মমতা বন্দ্য়োপাধ্য়ায় জানালেন, ”কারও কোনও অসুবিধা হলে জানাবেন। টোল ফ্রি নম্বর ১০৭০। এছাড়াও কন্ট্রোল রুমের নম্বর হল ২২১৪-৩৫২৬, ২২১৪-১৯৯৫। আমরা বুধবার দিন-রাত কাজ করব”।
নবান্নে মমতা বললেন, ”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় ফোন করেছিলেন। আমি বলেছি, সব ঠিক আছে”।
মুখ্য়সচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স কাজ করছে। মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সংশ্লিষ্ট সব দফতরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে: মমতা
দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ২ লক্ষ মানুষকে সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৫০ হাজার মানুষকে সরানো হয়েছে নিরাপদে। পূর্ব মেদিনীপুরে প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদে সরানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরে প্রায় ১০ হাজার মানুষকে সরানো হয়েছে: মমতা
কাল বাড়ি থেকে বেরোবেন না। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশও ক্ষতিগ্রস্ত হতে পারে: মমতা
নবান্নে মমতা বললেন, ”মরার উপর খাঁড়ার ঘায়ের মতো ঘূর্ণিঝড়। এই ঝড়ের তীব্রতা বেশি হবে। কেউ কেউ বলছেন আয়লা-বুলবুলের থেকেও বেশি হবে এই ঝড়। আজ-কাল বৃষ্টি হবে। কাল আছড়ে পড়বে এই ঝড়। কাল মধ্য়রাত পর্যন্ত এর প্রভাব থাকবে।এই ঝড়ের তিনটি অংশ। মাথা, চোখ ,লেজ, প্রথমে যেটা হিট করবে সেটা মাথা। যখন দেখবেন ঝড়টা থেমে গেল, ভাববেন না থেমে গিয়েছে, আরেকটা দমকা আসবে। শেষ দমকা হবে লেজ”।
আমফানের জেরে কলকাতায় অ্য়াডভাইসরি জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, ”বুধবার সকাল থেকেই কলকাতায় ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিমি। যত বেলা বাড়বে ঝড়ের বেগ তত বাড়বে। ল্য়ান্ডফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি। বুধবার কলকাতায় সব বাজার বন্ধ রাখা হোক। কেউ যেন রাস্তায় না বেরোন”।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আয়লা ও বুলবুলের থেকেও শক্তিশালী আমফান। ২০০৯ সালে আছড়ে পড়েছিল আয়লা। এই ঝড়ের দাপটে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছিব। গত বছর বুলবুলের তাণ্ডবেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের একাংশে ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ঝড়ের দাপটে কয়েকজনের মৃত্য়ুও হয়েছিল।
জানা যাচ্ছে, এই মুহূর্তে সুপার সাইক্লোন হিসেবে বঙ্গোপসাগরের উপর রয়েছে আমফান। দীঘা থেকে ৬৩০ কিমি দূরে রয়েছে সুপার সাইক্লোন। পারাদ্বীপ থেকে ৪৮০ কিমি দূরে অবস্থান করছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বাংলাদেশের খেপুপাড়া থেকে ঝড়ের দূরত্ব ৭৫০ কিমি।
আমফানের প্রভাবে কলকাতায় বৃষ্টি শুরু। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইছে দমকা হাওয়া। কালো মেঘে ঢেকেছে আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকাল থেকে কলকাতায় ঘণ্টায় ৭৫-৮৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯৫ কিমি। তবে ল্য়ান্ডফলের সময় কলকাতায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, বুধবার বিকেল বা সন্ধের মধ্য়ে এ রাজ্য়ের দিঘা ও বাংলাদেশের হাতিয়ার মধ্য়ে আছড়ে পড়তে পারে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই সময় ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১৬৫-১৭৫ কিমি। আমফানের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৮৫ কিমি। আমফানের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলার তিন জেলা- পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা।
সময় যত এগোচ্ছে সমুদ্রের রূপ পরিবর্তন হচ্ছে। দীঘার আকাশ মেঘাচ্ছন্ন। সমুদ্র উত্তাল । পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলে দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি অঞ্চলে ইতিমধ্যেই বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। ঝড়ের হাওয়া যত বাড়ছে, তত বাড়ছে ঢেউয়ের উচ্চতা। উপকূলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সিভিল ডিফেন্স, এবং পুলিশ ও জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। চলছে মাইকিং, এবং সমুদ্রের জলোচ্ছ্বাস হলে যাতে কোনো সমস্যা না হয়, কেউ যাতে সমুদ্র উপকূলে ঘুরে না বেড়ান, সেই সর্তকতা জারি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ভিডিও – সঞ্জীব দুবে