Advertisment

কার মাধ্যমে মেয়ের চাকরি? পরেশের কাছে স্পষ্ট উত্তর চায় CBI

গতকালের পর আজ ফের পরেশ অধিকারীকে তলব করেছিল সিবিআই। এদিন বেলা ১১টার আগে বেশ কিছু 'নথি' হাতে সিবিআই দফতরে ঢোকেন রাজ্যের এই মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
The CBI wants to know from Paresh Adhikari through whom his girl got the job updates

ফের সিবিআই দফতরে পরেশ অধিকারী।

ফের নিজাম প্যালেসে মন্ত্রী পরেশ অধিকারী। মেয়ের চাকরি নিয়েই তাঁকে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। গতকাল কয়েক ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় মন্ত্রীকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও স্পষ্টভাবে দেননি পরেশ অধিকারী। আজ সেই সব প্রশ্নের উত্তরই তাঁর কাছে জানতে চাইবেন তদন্তকারীরা। এদিন বেশ কিছু 'নথি' নিয়ে সিবিআই দফতরে ঢুকতে দেখা গিয়েছে পরেশ অধিকারীকে।

Advertisment

ফের সিবিআই দফতরে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। মেয়ে অঙ্কিতার স্কুলে চাকরি বেআইনিভাবে, ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরেশ অধিকারীর মেয়ের চাকরি নিয়েই তাঁকে গতকাল একটানা জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। প্রায় ঘণ্টা তিনেক ধরে চলে জিজ্ঞাসাবাদ পর্ব।

আরও পড়ুন- প্ল্যাফর্মের সিটে রাখা মোবাইল উদ্ধারে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, মৃত্যু নার্সের

তবে বেশ কিছু প্রশ্নের উত্তর পরেশ অধিকারী এড়িয়ে গিয়েছেন বলে মনে করছেন গোয়েন্দারা। সেই কারণেই ফের তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছিল সিবিআই।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গতকাল তাঁর জিজ্ঞাসাবাদের গোটা পর্বেরই ভিডিওগ্রাফি করা হয়েছে। এদিনও তাঁর জিজ্ঞাসাবাদ পর্বের ভিডিওগ্রাফি করা হবে। কার মাধ্যমে অঙ্কিতাকে চাকরিতে নিয়োগ?

সেই প্রশ্নই এদিন ফের একবার পরেশ অধিকারীকে করবেন গোয়েন্দারা। ইতিমধ্যেই মন্ত্রীর মেয়ে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমনকী তাঁর পাওয়া বেতনও দু'দফায় ফেরত দেওয়ার নির্দেশ উচ্চ আদালতের।

paresh adhikary cbi SSC
Advertisment