Advertisment

কড়া নিরাপত্তায় ২১ জুলাই, রাজপথে ৫ হাজার পুলিশ

২১ জুলাই নিরাপত্তার বজ্রআঁটুনিতে শহরকে মুড়ে ফেলতে চলেছে কলকাতা পুলিশ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেদিন রাজপথে নামবে প্রায় ৫ হাজার পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
lalbazar, লালবাজার

লালবাজার।

হাতে আর মোটে একদিন, তারপরই তৃণমূলের ২১ জুলাইয়ের মেগা সমাবেশ। প্রতি বছরের মতো এবারও ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাইভোল্টেজ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনিতে শহরকে মুড়ে ফেলতে চলেছে কলকাতা পুলিশ। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেদিন রাজপথে নামবে প্রায় ৫ হাজার পুলিশ। শহরের এন্ট্রি ও এগজিট পয়েন্টে চালানো হবে তল্লাশি। প্রসঙ্গত, এবার ২১ জুলাই রবিবার হওয়ায় খানিকটা স্বস্তি। সপ্তাহের অন্য দিনের তুলনায় রবিবার স্কুল-কলেজ, অফিস ছুটি থাকে, তাছাড়া শহরে গাড়ির সংখ্যা অনেকটাই কম থাকে। ফলে যানজট সমস্যা অনেকটাই ভালভাবে মোকাবিলা করা যাবে বলে মনে করছে কলকাতা ট্রাফিক পুলিশ। যদিও ছুটির দিনে এহেন রাজনৈতিক কর্মসূচিতে যাতে যানজটে অচল না হয় শহর, সেদিকে নজর রাখছে কলকাতা ট্রাফিক পুলিশ।

Advertisment

উল্লেখ্য, ২১ জুলাইয়ের কর্মসূচি উপলক্ষে গত সোমবারই কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। সেদিনের বৈঠকে ২১ জুলাইয়ের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় বলে সূত্র মারফৎ জানা হিয়েছে।

আরও পড়ুন: কলকাতা পুলিশে রদবদল: জয়েন্ট সিপি, ক্রাইম পদে মুরলীধর শর্মা

একনজরে জেনে নিন, ২১ জুলাই শহরের নিরাপত্তায় কী ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ?

* লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরে মোতায়েন থাকছে প্রায় ৫ হাজার পুলিশ কর্মী।
* নজরদারির জন্য থাকছে ওয়াচ টাওয়ার।
* শহরের এন্ট্রি পয়েন্ট ও আউট পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ পিকেট, থাকছে হেল্প ডেস্ক।
* বিভিন্ন জোনে মোতায়েন থাকবেন ডিসি পদমর্যাদার অফিসাররা।
* পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুল্যান্স, ট্রমা কেয়ার ভেহিক্যাল, মেডিকেল টিম থাকছে।
* থাকছে ক্যুইক রেসপন্স টিম, ডিজাষ্টার ম্যানেজমেন্ট গ্রুপ।
* রাখা থাকছে দমকলের ইঞ্জিন।
* বিভিন্ন মেট্রো স্টেশনে নজরদারি চালানো হবে। নজরে রাখা হবে জলপথও।
* ভিড় মোকাবিলার জন্য থাকছে বিশেষ প্রযুক্তির ব্যারিকেড।
* শনিবার রাত থেকেই নজরদারিতে জোর দেওয়া হবে।
* বেশ কিছু জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে।
* শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, শপিং মলেও চালানো হবে নজরদারি।

২১ জুলাই ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, কলেজ স্ট্রিট, ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে খবর। সেদিন ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ভারী যান চলাচলে নিষেধজ্ঞা জারি করা হয়েছে।

kolkata police kolkata news
Advertisment