অ্যাসিড হামলায় কলকাতায় গ্রেফতার মা-মেয়ে

ধৃত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা এই অভিযুক্তেরা।

ধৃত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা এই অভিযুক্তেরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কলকাতায় গার্ডেন রীচ এলাকায় প্রকাশ্যে এক মহিলার ওপর চড়াও হয়ে মুখে অ্যাসিড ছুঁড়লেন অপর দুই মহিলা। রবিবারই এই দুই মহিলাকে গ্রেফতার করে গার্ডেনরীচ থানার পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত পরিচালক দেবলীনা মজুমদার

Advertisment

জানা গিয়েছে, ধৃত দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা এই অভিযুক্তেরা। রবিবার ৩৫ বছরের এক মহিলার উপর চড়াও হয়ে অ্যাসিড ছোঁড়েন তাঁরা, এমনটাই অভিযোগ। আক্রান্ত মহিলা গার্ডেনরীচ এলাকার সন্তোষপুর রোডের বাসিন্দা।

আরও পড়ুন: ‘অমিত শাহ বাংলায় ঢুকতে পারবেন না, বিমানবন্দরেই আটকানো হবে’, হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রীর

Advertisment

উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক বলেন, আক্রান্ত মহিলাকে যখন উদ্ধার করা হয় তখন মহিলার মুখ ও সারা শরীর দগ্ধ। তাঁকে সঙ্গে সঙ্গেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। রাজাবাগান পুলিশ স্টেশনে অভিযোগ জমা পড়েছে।

kolkata acid attack