একটানা বিধি-নিষেধের ফল মিলছে৷ রাজ্যের করোনা পরিস্থিতি খানিকটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ শনিবারের করোনা পরিসংখ্যানও কিছুটা স্বস্তি দিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার সংক্রমণ কমেছে৷ রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী একদিনে রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭০৫ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার বলি ১৫৷
করোনার দ্বিতীয় ধাক্কা বিদায়ের পথে৷ তবে সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার প্রহর গুণছে গোটা দেশ৷ রীতিমতো সতর্ক পশ্চিমবঙ্গ সরকারও৷ সেই কারণেই সংক্রমণ এড়াতে জারি বিধি-নিধেষ এখনই তুলে নিতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিছুটা ছাড় দিলেও আপাতত রাজ্যে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বিধি-নিষেধ থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এদিকে, রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিন্মমুখী৷ গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ৷ তবে সার্বিকভাবেই রাজ্যের করোনা চিত্র নিয়ন্ত্রণে মনে হলেও কয়েকটি জেলা নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে৷
আরও পড়ুন- ফের বন্যার কবলে চিন, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজ বহু
কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় করোনার সংক্রমণের ছবিটা এখনও সন্তোষজনক নয়৷ গত ২৪ ঘণ্টায় এই জেলাতেই সবচেয়ে বেশি সংক্রমিতের হদিশ মিলেছে৷ একদিনে নতুন করে এই জেলায় ৮৮ জন করোনায় কাবু হয়েছেন৷ দৈনিক সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনার ঠিক পরেই রয়েছে শহর কলকাতা৷ গত ২৪ ঘণ্টায় মহানগরীতে করোনায় সংক্রমিত হয়েছেন ৮২ জন৷
পর্যটনের মরশুম শুরুর আগে নতুন করে স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং৷ পাহাড়নগরীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৯ জন৷ দার্জিলিঙে করোনার সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ রয়েই গিয়েছে৷ এরাজ্যের পাশাপাশি অন্য রাজ্য থেকেও অনেকে দার্জিলিঙে বেড়াতে আসেন৷ সেখানেই করোনার সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করায় স্বাস্থ্য দফতরের কর্তারা বাড়তি উদ্বেগে রয়েছেন৷ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন