Advertisment

West Bengal news today updates: পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ধনকড়ের শপথগ্রহণ, অভ্যর্থনা মমতার

West Bengal news today updates: এদিন জগদীপ ধনকড়কে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বি এন রাধাকৃষ্ণণ

author-image
IE Bangla Web Desk
New Update
new governor taking oath

West Bengal news today live updates: নব নিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল

West Bengal news today updates: পশ্চিমবঙ্গের আঠাশতম রাজ্যপাল পদে আজ শপথ গ্রহণ করলেন জগদীপ ধনকড়। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর মেয়াদকাল শেষ হওয়ার আগেই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হিসেবে জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার কলকাতার রাজভবনে নয়া রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন জগদীপ ধনকড়কে শপথ বাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বি এন রাধাকৃষ্ণণ। রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এদিকে, লোকসভা ভোটের পর বাংলায় যখন নিজেদের ভিত শক্ত করতে উঠেপড়ে লেগেছে বিজেপি, সেই সময়েই ঘাসফুলে শিকড় মজবুত করতে এবার ময়দানে নামলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকের পর আজই ফের নজরুল মঞ্চে দলীয় কর্মী এবং নেতাদের নিয়ে বৈঠক ডাকেন মমতা। দলের নিচু তলার কর্মীদের মাধ্যমে জনসংযোগ বৃদ্ধি এবং দলকে আন্দোলনমুখী করার বার্তা দিতেই আজ বৈঠক ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ‘দিদির’ সঙ্গে কথা বলার জন্য এদিন একটি মোবাইল নম্বর ও একটি ওয়েবসাইট চালু করেন তিনি। সবিস্তারে পড়ুন এই প্রতিবেদনে- ‘দিদিকে বলো’, কান পেতে মমতা

অপরদিকে, গ্রেফতারি পরোয়ানা জারি হল মুকুল রায়ের বিরুদ্ধে। বিজেপির জাতীয় কর্মসমিতির এই সদস্যের বিরুদ্ধে এই সমন জারি করল ব্যাঙ্কশাল আদালত। ২০১৮ সালের একটি প্রতারণা ও দুর্নীতির মামলায় এই নির্দেশ জারি করেছেন মুখ্য নগরদায়রা বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৮-এর ৩১ জুলাই বড়বাজার থানায় প্রতারণা ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে একটা এফআইআর দায়ের হয়। এরপর একজন সরকারি কর্মীর কাছ থেকে ৯০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। সেই মামলার তদন্তের সময়েই মুকুল রায়ের নাম উঠে আসে বলে পুলিশের দাবি। বিস্তারিত পড়ুন- মুকুল রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতের

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেটস, Follow the updates here:














" id="lbcontentbody">
14:24 (IST)30 Jul 19





















নব নিযুক্ত রাজ্যপালকে পুষ্প স্তবক দিয়ে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এক্সপ্রেস ফোটো- পার্থ পাল

publive-image

11:06 (IST)30 Jul 19





















নেতাজিনগরে উদ্ধার জোড়া দেহ

নেতাজীনগর এলাকায় উদ্ধার হল দম্পতির দেহ। নমুনা সংগ্রহ কলকাতা পুলিশের হোমিসাইড শাখার। খবর পাওয়ার পরই সেখানে যান কলকাতা পুলিশের ক্রাইম বিভাগ। ঘটনাস্থলে যান জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। প্রাথমিক ভাবে খুন বলেই মনে করছেন তদন্তকারীরা।

10:03 (IST)30 Jul 19





















নিজেদের অভিযোগ সরাসরি জানান 'দিদি'কে

সরাসরি ‘দিদির’ সঙ্গে কথা বলার জন্য একটি মোবাইল নম্বর ও একটি ওয়েবসাইট চালু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, “জনগণের সঙ্গে জনসংযোগ, সোজাসুজি তাঁদের কথা আমাকে জানবার জন্য, একটা ফোন নম্বর দিচ্ছি। সেটি হল- ৯১৩৭০৯১৩৭০ এবং ওয়েবসাইটটি হল- www.didikebolo.com। কোনো কথা বলার থাকলে এই নম্বরে বলুন”।

09:23 (IST)30 Jul 19





















গণপিটুনিতে মৃত্যু আলিপুরদুয়ারে

নদিয়ার গয়েশপুরের পাশাপাশি আলিপুরদুয়ারেও গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ সামনে এল। ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে রবিবার পিটিয়ে মারার অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে। এ ঘটনায় সোমবার ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। উল্লেখ্য, শনিবার রাতে নদিয়ার গয়েশপুরে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা সামনে এসেছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গণপিটুনির ঘটনার প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীকে পাঠানো বিশিষ্টদের চিঠির পরই বাংলায় এই জোড়া গণপিটুনির ঘটনা সামনে এল। বিস্তারিত পড়ুন, ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, আলিপুরদুয়ারের ঘটনায় ধৃত ১৭

" id="lbcontentbody">
08:34 (IST)30 Jul 19





















বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, তাপমাত্রা কমার ইঙ্গিত

publive-image

West Bengal news today updates: আদালতের নিষেধাজ্ঞা উঠতেই নিজের জেলায় পা রেখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন প্রাক্তন তৃণমূল তথা বর্তমানে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চোর’ বলেছেন বিষ্ণুপুরের সাংসদ। একইসঙ্গে মমতার ভাইপোকে চ্যালেঞ্জের সুরে সৌমিত্র বলেছেন, ‘‘আমি বলছি তুমি চোর, তুমি আমার বিরুদ্ধে মামলা করো। আমি সব প্রমাণ করে দেব’’। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে বিঁধে রবিবার বাঁকুড়ায় সৌমিত্র খাঁ আরও বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন একজনের মাধ্যমে ৩০ লক্ষ টাকা করে নিয়ে কলকাতা যেত। তুমি বাঁকুড়া জেলা থেকে কয়েক কোটি টাকা তুলেছ চাকরি দেওয়ার নাম করে’’। বিস্তারিত পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, বিস্ফোরক সৌমিত্র খাঁ
west bengal politics Weather Report bjp tmc
Advertisment