West Bengal news today updates: রবিবার সকালে সাঁতার শিখতে এসে কলেজ স্কোয়ারের অতল জলে তলিয়ে গেলেন মহম্মদ শাহবাজ নামের এক কিশোর। জানা যাচ্ছে, সুধীর বোস লেনের বাসিন্দা শাহবাজ কলকাতা ইউনিভার্সিটির সুইমিং সেকশনে ভর্তি হয় এবং আজ সাঁতার ক্লাস করতেই কলেজ স্কোয়ারের সুইমিং পুলটিতে আসেন। সূত্রের খবর প্রশিক্ষণের সময়েই তলিয়ে যান ওই কিশোর। পরে ডুবুরি নামিয়ে কিশোরকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। কিন্তু কীভাবে প্রশিক্ষকদের দৃষ্টি এড়িয়ে এই ধরনের ঘটনা বারবার ঘটছে মহানগরীর বুকে তা নিয়েই উঠছে প্রশ্ন।
এদিকে, সামনের সপ্তাহে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি ৮ অগাস্ট ইডি দফতরে যাওয়ার কথা রয়েছে শতাব্দী রায়ের। কুণাল ঘোষ ইডির দফতরে যেতে পারেন ১৮ অগাস্ট। বিস্তারিত পড়ুন- সামনের সপ্তাহে সিবিআইতে ডেরেক, ইডিতে শতাব্দী
অন্যদিকে, কুকুরের তাড়ায় চারতলার ছাদ থেকেও পড়ে গিয়েও প্রাণে বাঁচল ন’বছরের অক্ষয়। যদিও তাঁকে উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পি জি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আসামের বাসিন্দা অক্ষয়কে। তবে গুরুতর চোট না লাগায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়। সবিস্তারে পড়ুন- অলৌকিক ঘটনা! কুকুরের তাড়ায় ছাদ থেকে ঝাঁপ, প্রাণরক্ষা ন’বছরের শিশুর
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতার সব খবরের আপডেট, Follow the updates here:
West Bengal news today updates: বিতর্ক এবং নোবেল, যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে। সা রে গা মা পা-রিয়্যালিটি শোয়ের দৌলতে এপার বাংলাতেও জনপ্রিয় বাংলাদেশেরে এই গায়ক। ‘ভিঞ্চি দা’ ছবিতেও গান গেয়েছেন তিনি। এবার তার সাক্ষাৎকারের একটি কথায় সরগরম সোশাল মিডিয়া। বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রসঙ্গে রবীন্দ্রনাথকে অপমান করে বসলেন তিনি। নোবেলের কথায়, ”রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সোনার বাংলা’ গানটির চেয়ে প্রিন্স মাহমুদের লেখা গান ‘বাংলাদেশ’ আমার দেশকে আরও ভালভাবে ও স্পষ্টভাবে বর্ণনা করে।”
সবিস্তারে পড়ুন- ফের বিতর্কে নোবেল, এবার প্রসঙ্গ রবীন্দ্রনাথ
বারাসতের শেঠপুকুরে দত্ত বাড়ির উঠোনে যুদ্ধকালীন তৎপরতায় চলছে গাছের খাঁচা বানানোর কাজ। এ খাঁচা যেমন তেমন নয়, আস্ত ৬৪ ফুট উচ্চতার। পুরোটাই লোহা দিয়ে তৈরি। ভাবছেন, গাছের খাঁচা! এ আবার কী! হ্যাঁ, মোটামুটি ঠিকই ধরেছেন, তবে খাঁচা নয় বর্ম। সবুজ প্রাণকে বাঁচাতে ‘ট্রি আরমার টাওয়ার’ তৈরি করছেন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনয়র নির্মাল্য দত্ত। যত্রতত্র গজিয়ে ওঠা মোবাইল টাওয়ারের বিকিরণ (রেডিয়েশন) থেকে গাছকে রক্ষা করতে সাহায্য করবে এ ধরনের বর্ম। বিস্তারিত পড়ুন- বাড়ির নারকেল গাছটিকে বাঁচাতে বারাসতে আড়াই লাখ টাকার লৌহবর্ম!
বাংলা বিনোদন জগতে এমন বেশ কিছু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে যার কথা বলতেই হবে বন্ধুত্বের দিনে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে পালন করা, না করা নিয়ে বিবিধ মতামত থাকতে পারে। একথা ঠিক যে বন্ধুত্বের কথা বলার জন্য কোনও নির্দিষ্ট দিনক্ষণের প্রয়োজন নেই। কিন্তু বিশেষ দিনে বিশেষ সাজের মতোই বিশেষ দিনে বিশেষ বন্ধুত্বকে বিশেষ ভাবে সেলিব্রেট করা উচিত অবশ্যই। টেলি ও টলিপাড়ার তারকাদের বন্ধুত্বের কথা বহু আলোচিত। আরও একবার দেখে নেওয়া যাক সবচেয়ে দীর্ঘস্থায়ী ও গভীর বন্ধুত্বগুলির কয়েকটি। সবিস্তারে পড়ুন- মন ভরায় টলি ও টেলিপাড়ার বন্ধুত্বের সম্পর্কগুলি
কার্টুন নিয়ে কম জলঘোলা হয়নি বঙ্গে। তবে এবার জনসংযোগ বাড়াতে সেই কার্টুনেই ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ‘দিদিকে বলো’ কর্মসূচীকে আরও জনপ্রিয় করতে কার্টুন চিত্রের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। তবে শুধু কার্টুনই নয় টি-শার্ট, ভিসিটিং কার্ডেও চলছে জোরদাড় প্রচার। বিধানসভা ভোটের আগে দলের বাঁধন পোক্ত করে জনসাধারণের কাছে পৌঁছে যেতে একাধিক উদ্যোগ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জনসংযোগ বাড়াতে জেলার দলীয় নেতাদেরও গ্রামাঞ্চল পরিদর্শন, জনসমাবেশ এবং রাত্রিযাপন করারও নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়ুন- ‘দিদি কে বলো’-র নয়া উদ্যোগ, মানুষের কাছে পৌঁছতে কার্টুনে প্রচার মমতার
রবিবার সকালে সাঁতার শিখতে এসে কলেজ স্কোয়ারের অতল জলে তলিয়ে গেলেন মহম্মদ শাহবাজ নামের এক কিশোর। জানা যাচ্ছে, সুধীর বোস লেনের বাসিন্দা শাহবাজ কলকাতা ইউনিভার্সিটির সুইমিং সেকশনে ভর্তি হয় এবং আজ সাঁতার ক্লাস করতেই কলেজ স্কোয়ারের সুইমিং পুলটিতে আসেন। সূত্রের খবর প্রশিক্ষণের সময়েই তলিয়ে যান ওই কিশোর। পরে ডুবুরি নামিয়ে কিশোরকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কীভাবে প্রশিক্ষকদের দৃষ্টি এড়িয়ে এই ধরনের ঘটনা বারবার ঘটছে মহানগরীর বুকে তা নিয়েই উঠছে প্রশ্ন!