West Bengal news today updates: বৃষ্টি যেন ব্রাত্য এ শহরে। নিম্মচাপের জেরে গতকাল খানিক স্বস্তির বৃষ্টি হলেও আজ সকাল থেকেই ফের সুয্যিদেবের তেজ প্রখর। তবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম, সর্বনিম্ম ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান সর্বাধিক ৯৫ শতাংশ, নূন্যতম ৭৪ শতাংশ।
এদিকে, রৌদ্র-ছায়ার খেলা শিক্ষক মহলের অনশনেও। বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি অনশন মঞ্চে পৌঁছতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন আন্দোলনকারীরা। টানা দুসপ্তাহের অনশনে ইতি টেনে শুক্রবার সন্ধ্যায় আবির খেলায় মাতেন আন্দোলনকারী প্রাথমিক শিক্ষকরা। ১৪ দিনের অনশনের পর তাঁদের দাবিতে মান্যতা দিল মমতা সরকার। শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেড পে ২৬০০ টাকা থেকে বেড়ে ৩৬০০ টাকা করা হল। পাশাপাশি বদলির নোটিসও বাতিল করা হয়। সবিস্তারে পড়ুন, বেতন বাড়তেই অনশন প্রত্যাহার প্রাথমিক শিক্ষকদের
অন্যদিকে, রাজনীতির ময়দানে দেখা না হলেও প্রশাসনিক বৈঠকে সাক্ষাৎ হল মমতা-সব্যসাচীর। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব্যসাচী দত্তর মুখোমুখি শুধু দেখাই হল না, দুজনের মধ্যে দীর্ঘ বিরতির পর কথোপকথনও হল। তবে বাক্যালাপ অবশ্যই রাজনৈতিক নয়, বরং প্রশাসনিক কাজের বাধ্যবাধকতায়। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে সামনে পেয়ে সব্যসাচী ফের জলাশয় ভরাট নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা মুখ্যমন্ত্রী সরাসরি তাঁকে ‘কর্তব্য়ে অবহেলা’র কথা স্মরণ করিয়ে দেন। বিস্তারিত পড়ুন, মমতা-সব্যসাচী মুখোমুখি সাক্ষাৎ! কী কথা হল দু’জনের?
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেট, Follow the updates here:
West Bengal news today updates: লোকসভা নির্বাচনের পর মধ্যমগ্রামে ফের প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিভিন্ন প্রকল্পের খতিয়ান দেওয়ার পাশাপাশি জনসংযোগ বৃদ্ধি, জল সংরক্ষণ এবং আরও সুষ্ঠুভাবে জনপরিষেবা প্রদানের বার্তা দেন তিনি। তবে বৈঠকে সরকারের ভাঁড়ারের ‘করুণ’ অবস্থার কথাও জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর বলেন, “সরকারের টাকার অবস্থা ভাল নয়। চাইলেই টাকা পাবো, এমনটা নয়। প্রত্যেকটা পয়সা গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা তো করছি সব। সরকারটা চলবে কোথা থেকে যে দেবে? তোমাদের চাওয়ার আর শেষ নেই”।
বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, রাজ্যের ভাঁড়ারে টাকা নেই, সরব মমতা
দুর্গাপুজো থেকেই তৃণমুলের বিসর্জনের বাজনা বেজে যাবে, বললেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনাহা। বীরভুমের হাসনে বিধান সভা কেন্দ্রে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি। এদিন রামপুরহাটে এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে তৃণমূল কে আক্রমণ করে বলেন, "তৃণমুলের শেষের সময় এসে গিয়েছে। পুজোর আগেই দেখে যাবেন কি কি হয়। এবার চুরি, চিট ফাণ্ডের দ্বায়ে সব তৃণমূল নেতা এক এক করে জেলে ঢুকবে। তার ব্যবস্থা হয়ে গিয়েছে"। তৃণমূল নেতারা এবার দুর্গাপূজা জেলের ভেতরেই দেখবে বলে জানান রাহুল সিনাহা। রাজ্য সম্পাদক তথা জেলা পর্যবেক্ষক রাজীব কুমার ভৌমিক, জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল ও অন্যান্য জেলা নেতৃত্বরাও উপস্থিত ছিল।
কৃষ্ণের জন্মদিনের আর কতদিন বাকি? প্রায় একমাস। গোবিন্দ ধামে তোড়জোড় শুরু। আসলে নাম গোত্র ভুলে কিছু মানুষ উদযাপনে মাতার প্রস্তুতি চালাচ্ছে। কিন্তু কলকাতা শহর কি আর আগের মতো আছে? বৃদ্ধ মানুষরা আদেও নিরাপদে রয়েছেন? বোধহয় না। আর প্রমোটারি রাজ? এই সব প্রশ্ন উসকে দিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘গোত্র’-র ট্রেলার। শিবপ্রসাদ-নন্দিতা মানেই ব্যকরণের বাইরে। এই পরিচালক জুটিই বারবার সামনে এনেছেন নতুন নতুন সমীকরণ। এবারেও সেই চমক অব্যাহত রেখেই তৈরি করছেন ‘গোত্র’। সবিস্তারে পড়ুন, "কাছের মানুষ হতে কি সত্যিই কোন গোত্র লাগে?"
২০১৯ লোকসভা নির্বাচনে বহু বৈঠক করেও কোনও নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয়নি বামফ্রণ্ট ও কংগ্রেসের মধ্যে। কিন্তু ২০২১-এ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেস যে একজোট হয়ে লড়াই করবে সে কথা দু’বছর আগেই ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ব্যারাকপুরে বামেদের সঙ্গে যৌথ শান্তি মিছিলের পর সোমেন মিত্র স্পষ্ট বলেন, “আমি যখন যৌথ লড়াইয়ের কথা বলছি, তখন দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়েই বলছি।” সবিস্তারে পড়ুন, বিধানসভা নির্বাচনে একজোটে লড়বে বাম-কংগ্রেস, দাবি সোমেনের
সারদাকাণ্ডের তদন্তে এবার ডাক পড়ল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের। সারদা মামলায় ডেরেক ও’ব্রায়েনকে তলব করল সিবিআই। গত বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদকে নোটিস দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অগাস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে ডেরেককে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তলবের কথা নিজেই টুইট করে জানিয়েছেন ডেরেক। বিস্তারিত পড়ুন, সারদাকাণ্ডে ডেরেক ও’ব্রায়েনকে সিবিআই তলব
খুনের মোটিভ বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা খুনের পর ক্লু রেখে যাচ্ছে খুনী, সঙ্গে অডিও টেপ। সরাসরি চ্যালেঞ্জ করছে শাসন ব্যবস্থাকে। কিন্তু প্রশাসন তাঁকে ধরতে ব্যর্থ। ব্র্যাড পিট ও মরগান ফ্রিম্যানের সেভেন-এর কথা মনে পড়ে যাচ্ছিল ছবিটা দেখতে দেখতেই। সাত বছরের পরে দু বছরের বিরতি, তারপরে ফিরে আসে সে, আর এখান থেকেই ভাঙা গড়ার খেলায় ঢুকে পড়ে মৈনাক ভৌ্মিক। ‘বর্ণপরিচয়’, মৈনাকের প্রথম থ্রিলার। বিস্তারিত পড়ুন, আলগা চিত্রনাট্যের বাঁধন যিশু-আবির