Advertisment

West Bengal news today updates: সপ্তাহের শুরুতেই বৃষ্টি, থাকবে কতোদিন?

West Bengal news today updates: ভারী বৃষ্টি না হলেও রোদ বৃষ্টির খেলায় কাটবে সপ্তাহের প্রথম দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
rain, kolkata, sky

West Bengal Weather Forecast Today: বৃষ্টির আশ্বাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

  1. West Bengal news today updates: অবশেষে সাড়া মিলল। বৃষ্টির জন্য আর বিশেষ হাপিত্যেস করতে হবে না কলকাতাকে। ভারী বৃষ্টি না হলেও রোদ বৃষ্টির খেলায় কাটবে সপ্তাহের প্রথম দিনও। মেঘে ঢাকা আকাশে মাঝে মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহজুড়ে এমন আবহাওয়াই জারি থাকবে বলে জানা যাচ্ছে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশী থাকলেও দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ম ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ ২২.২ মিলিমিটার।
Advertisment

এদিকে, লোকসভার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিধানসভায় গেরুয়া ঝড় থামাতে তৎপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই কর্মী সমর্থকদের সংগঠিত হওয়ার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক করার পর আজ ফের নজরুল মঞ্চে বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, দলের একদম নীচু তলার কর্মীরা কী কী করবেন আর কী কী করবেন না সে ব্যাপারে স্পষ্ট বার্তা দিতে পারেন মমতা। বিস্তারিত পড়ুন:কী করতে হবে, কী করা যাবে না, নির্দেশ দেবেন মমতা

এবার বঙ্গে বিজেপি কর্মী খুন এবং কাটমানি নিয়ে তরজায় সরাসরি তৃণমূল সুপ্রিমোকেই দুষলেন কৈলাশ। হুগলীতে বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়বর্গীয় বলেন, “বাংলায় পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করছে। আমাদের দলের কর্মীদের মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। অথচ পুলিশ আমাদের কর্মীদেরই গ্রেফতার করছে। পশ্চিমবঙ্গের জন্য এটা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজেই”। সবিস্তারে পড়ুন: ‘কাটমানির সব দায় মমতার’

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেটস, Follow thye updates here:














16:05 (IST)29 Jul 19





















ফের স্বস্তিতে রাজীব কুমার

সারদা মামলায় ফের স্বস্তি পেলেন রাজীব কুমার। রাজীব কুমারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়ালো কলকাতা হাইকোর্ট। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ২ সপ্তাহ পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আইনি পরামর্শের জন্য কলকাতার বাইরে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন রাজীব। এজন্য সপ্তাহে দু’বার আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন কলকাতার প্রাক্তন নগরপাল। আইনজীবীর কাছে রাজীব কুমারের যাওয়ার ২৪ ঘণ্টা আগে সিবিআইকে জানাতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানাতে হবে রাজীবের আইনজীবীকে। সবিস্তারে পড়ুন রাজীব কুমারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

14:33 (IST)29 Jul 19





















সরাসরি মমতা
13:41 (IST)29 Jul 19





















হুগলিতে রহস্যমৃত্যু বিজেপি কর্মীর

তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির গোঘাটে। রবিবার সকালে এলাকার একটি ক্যানাল থেকে বিজেপি কর্মী কাশীনাথ ঘোষের (৪০) দেহ উদ্ধার করা হয়। গোঘাটের কোটা গ্রামের বাসিন্দা ওই বিজেপি কর্মী। গত ২৩ জুলাই তৃণমূল কর্মী লালচাঁদ বাগকে খুনে অভিযুক্তদের তালিকায় নাম ছিল কাশীনাথের। গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, অতিরিক্ত মদ্যপানের জেরেই মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর। সবিস্তারে পড়ুন হুগলিতে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

12:28 (IST)29 Jul 19





















ফের উতপ্ত নদিয়া

গণপিটুনির ঘটনাকে ঘিরে বিশিষ্টদের চিঠি নিয়ে যখন উত্তাল দেশ, ঠিক সেই প্রেক্ষাপটেই খোদ বাংলার বুকে গণপিটুনির ঘটনা ঘটল। নদিয়ার গয়েশপুরে গণপিটুনিতে এক জনের মৃত্যুর অভিযোগ উঠল। গণধোলাইয়ে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। অন্য এক ব্যক্তি কোনওরকমে পালিয়ে জনরোষ থেকে রেহাই পেয়েছেন। ওই তিনজনই অসামাজিক কাজে যুক্ত ছিলেন বলেন দাবি করেছেন স্থানীয়দের একাংশ। গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কী ঘটেছিল? সবিস্তারে পড়ুন: ফের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, ঘটনাস্থল নদিয়া

11:08 (IST)29 Jul 19





















নজরুল মঞ্চে আজ ফের দলীয় বৈঠক মমতার

আজ নজরুল মঞ্চে দলের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দলীয় স্তরে জনসংযোগ বৃদ্ধি করতে আজ এই বৈঠক। আজ সর্বস্তরের নেতা কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, বিধায়করা ছাড়াও উপস্থিত থাকবে জেলার প্রতিনিধিরাও। সূত্রের খবর, বুথ স্তরে দলের শক্তি বৃদ্ধি করতে প্রতিটি জেলায় চার জন করে হোলটাইমার কর্মী নিয়োগ করতে চান তৃণমূল নেত্রী। দলকে আন্দোলনমুখী করার লক্ষ্যেই তৃণমূলের এই বৈঠক, মত রাজনৈতিক মহলের। বিস্তারিত পড়ুন, কী করতে হবে, কী করা যাবে না, নির্দেশ দেবেন মমতা

10:43 (IST)29 Jul 19





















ভূ কম্পে কাঁপল জঙ্গলমহলের তিন জেলা

রাত তিনটার কিছু সময় আগে তীব্র ভূকম্পনে কেঁপে উঠল জঙ্গল মহলের তিনজেলা। জানা যাচ্ছে, ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল পুরুলিয়ার কেন্দা অঞ্চল, ভুপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে এই কম্পনের কেন্দ্রস্থল। মধ্যরাতের ২.৫০ মিনিটে প্রথমবার রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.১ এবং ২.৫৬ মিনিটে দ্বিতীয় বার কম্পনের তীব্রতা বেড়ে হয় ৬.৭ রিখটার স্কেল। এই তীব্র ভূকম্পনে কেঁপে উঠে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গলমহল। ক্ষয়ক্ষতি এখনও জানা যায় নি। তবে বন্যপ্রাণীর বিশেষকরে হাতি, পাখি ও হনুমানের তারস্বরের চিৎকার ও দাপাদাপি আরো আতঙ্কিত করে তোলে পাহাড় জঙ্গল ঘেরা এই তিন জেলার স্থানীয় বাসিন্দাদের।

10:17 (IST)29 Jul 19





















মধ্যরাতে পুরুলিয়ায় ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ এর কাছাকাছি। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কম্পনের তীব্রতার জেরে স্থানীয়রা সাময়িকভাবে আতঙ্কিত হয়ে পড়ে। এখনও পর্যন্ত কম্পনের উৎসস্থল জানা যায়নি।

09:26 (IST)29 Jul 19





















শহরের কোথায় কোথায় ব্যাহত হতে পারে যান চলাচল?

" id="lbcontentbody">
08:39 (IST)29 Jul 19





















বৃষ্টির পূর্বাভাস দিল মৌসম ভবন

publive-image

" id="lbcontentbody">
08:38 (IST)29 Jul 19





















বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

publive-image

 West Bengal news today updates: নিরাপত্তার দাবি মিটেছে। কিন্তু যারা ১১ জুন রাতে এনআরএসে ডাক্তার পরিবহকে নির্মম ভাবে মেরেছিল, তারা আজও ঘুরে বেড়াচ্ছে শহরের রাস্তায়। কেন তাদের গ্রেফতার করা হল না এখনও? সেই প্রশ্ন নিয়ে স্বাস্থ্য দফতর থেকে লালবাজার ঘুরছেন চিকিৎসকরা। সূত্রের খবর, প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘লিগাল কেস, সবটাই সময় সাপেক্ষ’। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও ডিজিপি-র উপস্থিতিতে গত শনিবার বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। বৈঠক শেষে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়ার ডাক্তাররা। তাঁরা জানিয়েছেন, “রাজ্যের প্রশাসনকে ১১ জুনের রাতে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনাকে ফের মনে করিয়ে দিতে চাই। বিস্তারিত পড়ুন, ‘আর কত দিন?’ দোষীদের গ্রেফতার না করলে ফের পথে নামার হুঁশিয়ারি ডাক্তারদের
Mamata Banerjee west bengal politics Weather Report tmc
Advertisment