Advertisment

West Bengal news today updates: সোমবারের শহরে স্বাভাবিক যান চলাচল, বেলা গড়ালে বাড়তে পারে চাপ

West Bengal, kolkata news today updates: দুপুরের দিকে হাওড়া স্টেশন থেকে ব্রেবোন রোড হয়ে একটি মিছিল যাবে ডোরিনা ক্রসিং অবধি। সেই সময় হাওড়া স্টেশন থেকে দক্ষিণ কলকাতাগামী যান চলাচল ব্যাহত হতে পারে

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata traffic motor vehicles act

প্রতীকী ছবি

West Bengal, Kolkata news today updates: রবিবারের ছুটির আমেজ কাটিয়ে আজ সকাল থেকেই ব্যস্ততার হুড়োহুড়ি মহানগরে। সকালের দিকে শহরে যান চলাচল স্বাভাবিক থাকলেও, বেলা গড়তে ফের চাপ বাড়তে পারে রাস্তায়। দুপুরের দিকে হাওড়া স্টেশন থেকে ব্রেবোন রোড হয়ে একটি মিছিল যাবে ডোরিনা ক্রসিং অবধি। সেই সময় হাওড়া স্টেশন থেকে দক্ষিণ কলকাতাগামী যান চলাচল ব্যাহত হতে পারে, এমনটাই জানা গেছে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে। তবে এখনও কলকাতায় স্বাভাবিক যান চলাচল।

Advertisment

এদিকে, এবার জনসংযোগ বাড়াতে সেই কার্টুনেই ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ‘দিদিকে বলো’ কর্মসূচীকে আরও জনপ্রিয় করতে কার্টুন চিত্রের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। তবে শুধু কার্টুনই নয় টি-শার্ট, ভিসিটিং কার্ডেও চলছে জোরদাড় প্রচার। বিধানসভা ভোটের আগে দলের বাঁধন পোক্ত করে জনসাধারণের কাছে পৌঁছে যেতে একাধিক উদ্যোগ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জনসংযোগ বাড়াতে জেলার দলীয় নেতাদেরও গ্রামাঞ্চল পরিদর্শন, জনসমাবেশ এবং রাত্রিযাপন করারও নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবিস্তারে পড়ুন- ‘দিদি কে বলো’-র নয়া উদ্যোগ, মানুষের কাছে পৌঁছতে কার্টুনে প্রচার মমতার

অন্যদিকে, ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপুরের মা-মেয়ের মৃত্যু আরও একবার আঙুল তুলল রেলমন্ত্রকের পরিকাঠামো এবং সুরক্ষা ব্যবস্থার দিকে। দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের রাঁচি কলোনির বাসিন্দা মীনা ডোম তাঁর ছোট মেয়ে মনীষাকে নিয়ে রাজস্থান যাওয়ার পথে ছিনতাইবাজদের কবলে পড়েন। ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দিতে গিয়ে মৃত্যু হয় মা এবং মেয়ের। ঠিক কী হয়েছে? বিস্তারিত পড়ুন- চলন্ত ট্রেনে ছিনতাইকারীদের হাতে প্রাণ খোয়ালেন মা-মেয়ে

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেটস, follow the updates here:














14:53 (IST)05 Aug 19





















মিছিলের জেরে যান চলাচল ব্যাহত ধর্মতলামুখী এস এন ব্যানার্জি রোডে

12:17 (IST)05 Aug 19





















kolkata news: রাজের নতুন ছবি, কে কে আছেন?

‘পরিণীতা’ মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বরে, তার আগেই নতুন ছবির কথা বললেন রাজ চক্রবর্তী। রাজনৈতিক ড্রামা তৈরি করছেন তিনি, তবে প্রথমবার নয় এর আগেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিফিল্ম করেছেন রাজ। ‘প্রলয়’ তৈরি করেছিলেন বরুণ বিশ্বাসের ঘটনা নিয়েই। আর বর্তমান পরিস্থিতি নিয়ে পরিচালকের নতুন ছবি ‘আম্মা’।এই ছবিতেও মুখ্য চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তীকে। তবে চমকের এখানেই শেষ নয় ‘আম্মা’-য় রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত ও পার্নো মিত্র। রয়েছেন সোহমও। বিস্তারিত পড়ুন- ‘পরিণীতা’-র পর নয়া রাজনৈতিক ড্রামা, পরিচালনায় রাজ

10:18 (IST)05 Aug 19





















West Bengal News: আগামীকাল থেকে হতে পারে বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া অফিস

ঝেঁপে আসছে ভারী বৃষ্টি। তার আগে দু’-এক পশলা বৃষ্টি হয়েছে ঠিকই। কিন্তু গুমোট ভাব যেন কাটছেই না। কথা ছিল সোমবারই ভারী বৃষ্টির মুখ দেখবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কিন্তু মুষলধারায় বৃষ্টির দিনক্ষণ ফের বদলাল। সব ঠিক থাকলে আগামিকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টি হতে পারে শহরে। অন্যদিকে, আজও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়ুন- কাল-পরশু ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

09:54 (IST)05 Aug 19





















Kolkata News: শহরের ট্রাফিকের হালচাল

" id="lbcontentbody">
09:11 (IST)05 Aug 19





















Kolkata News: কেমন থাকবে আজকে কলকাতার আবহাওয়া?

publive-image

08:43 (IST)05 Aug 19





















Kolkata news: আজ শহরের কোন কোন রাস্তায় ব্যাহত হতে পারে যান চলাচল

 West Bengal news today updates: দূর্গাপুরের গৃহবধূ সুস্মিতা দত্তের একটাই ইচ্ছা,”স্বনির্ভর হতে হবে”। সেই ইচ্ছা পূরণের তাগিদেই সাত দিন যাবৎ তিনি ওলা বাইক চালাচ্ছেন। কিন্তু, বাড়ির বউয়ের কিনা এমন একটা পেশা! প্রথমে মানতে চাননি শ্বশুর বাড়ির লোকজন। কথা বলেননি স্বামীও। কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে অনড় ছিলেন সুস্মিতাদেবী। এরপর বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে- স্বনির্ভর হতে সাধের স্কুটি নিয়ে পথে দুর্গাপুরের প্রথম মহিলা বাইক ট্যাক্সিচালক সুস্মিতা

কথায় বলে রাখে হরি তো মারে কে। কুকুরের তাড়ায় চারতলার ছাদ থেকেও পড়ে গিয়েও প্রাণে বাঁচল ন’বছরের অক্ষয়। যদিও তাঁকে উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পি জি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আসামের বাসিন্দা অক্ষয়কে। তবে গুরুতর চোট না লাগায় তাঁকে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়। ঘটনার জেরে এখনও আতঙ্কগ্রস্থ ন’বছরের অক্ষয়। সবিস্তারে পড়ুন- অলৌকিক ঘটনা! কুকুরের তাড়ায় ছাদ থেকে ঝাঁপ, প্রাণরক্ষা ন’বছরের শিশুর

tmc bjp Mamata Banerjee kolkata traffic police West Bengal Bengali Television Weather Report
Advertisment