West Bengal news today updates: পুরসভার শূন্যপদে পূরণের দাবি নিয়ে এদিন পুরসভা অভিযানে নামেন বামপন্থী যুব সংগঠন। সকালে কলেজ স্কোয়ার থেকে মিছিল করে এসে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় একাধিক বামপন্থী যুব সংগঠন। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়ায় বামপন্থী সংগঠনের কর্মীরা। পুরসভার ২৬ হাজার শূন্যপদ পূরণের দাবি নিয়ে এদিন পুরসভায় ডেপুটেশন দিতে আসেন তাঁরা এমনটাই জানা যাচ্ছে। বাম কর্মীদের বক্তব্য, ডেপুটেশন জমা দিতে বাধা দেয় পুলিশ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলেও খবর।
এদিকে, গঙ্গার দূষিত জল দিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন একটি হোটেলে তৈরি হচ্ছিল খাবার, এমনটাই অভিযোগ। খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তালা ঝোলানো হয়েছে ওই হোটেলটিতে। তবে শুধু খাদ্যে ভেজাল বা দূষিত পদার্থ মেশানোই নয়, নিয়ম না মেনে ব্যবসা করার অভিযোগে বেশ কয়েকটি হোটেলের মালিককে এর আগে সতর্কও করা হয়েছিল খাদ্য সুরক্ষা দফতরের তরফে। বিস্তারিত পড়ুন- গঙ্গার ‘দূষিত জলে’ তৈরি হচ্ছে খাবার, তালা ঝুলল হাওড়ার একাধিক হোটেলে
অন্যদিকে, ‘পুলিশ’ লেখা গাড়িতে চড়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টার সাঁটানোর অভিযোগে মঙ্গলবার শ্রীরামপুর থানার পুলিশ গ্রেফতার করল হুগলী গ্রামীণ জেলার ডি আই বি অফিসার সমীর সরকারকে। শনিবার সকালে শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে ‘কাটমানির’ পোস্টার চোখে পড়ে। এইসব পোস্টারগুলিকে কেন্দ্র করেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা শ্রীরামপুর এলাকায়। এরপর পুলিশি তদন্তের মাঝেই এদিন উঠে আসে হুগলি গ্রামীণ একারা ওসি (ওয়াচ) পদে কর্মরত সমীর সরকারের নাম। সবিস্তারে পড়ুন- কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে কাটমানির পোস্টার ‘সাঁটায়’ পুলিশের হাতে গ্রেফতার পুলিশ
Live Blog
West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেটস, Follow the updates here:
West Bengal news today updates: গঙ্গার দূষিত জল দিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন একটি হোটেলে তৈরি হচ্ছিল খাবার, এমনটাই অভিযোগ। খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তালা ঝোলানো হয়েছে ওই হোটেলটিতে। তবে শুধু খাদ্যে ভেজাল বা দূষিত পদার্থ মেশানোই নয়, নিয়ম না মেনে ব্যবসা করার অভিযোগে বেশ কয়েকটি হোটেলের মালিককে এর আগে সতর্কও করা হয়েছিল খাদ্য সুরক্ষা দফতরের তরফে। এরপরই সম্প্রতি বিভিন্ন সূত্রের খবরে হাওড়ার হোটেলটিতে বিশেষ অভিযান চালানো হয়। আর সেই অভিযান থেকেই সামনে আসে এই ভয়াবহ ঘটনা।
বিস্তারিত পড়ুন- গঙ্গার ‘দূষিত জলে’ তৈরি হচ্ছে খাবার, তালা ঝুলল হাওড়ার একাধিক হোটেলে
পুরসভার শূন্যপদে পূরণের দাবি নিয়ে এদিন পুরসভা অভিযানে নামেন বামপন্থী যুব সংগঠন। সকালে কলেজ স্কোয়ার থেকে মিছিল করে এসে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় একাধিক বামপন্থী যুব সংগঠন। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তিতে জড়ায় বামপন্থী সংগঠনের কর্মীরা। পুরসভার ২৬ হাজার শূন্যপদ পূরণের দাবি নিয়ে এদিন পুরসভায় ডেপুটেশন দিতে আসেন তাঁরা এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর বাম কর্মীদের বক্তব্য, ডেপুটেশন জমা দিতে বাধা দেয় পুলিশ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলেও খবর।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে অবশেষে কলকাতায় ছন্দে ফিরল বর্ষা। মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। আজও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে ০১৬.২ মিমি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। বিস্তারিত পড়ুন- নিম্নচাপের জেরে আজও ভারী বৃষ্টির ভ্রুকুটি
পুলিশি নির্যাতনের বিরুদ্ধে পথে নামার হুঁশিয়ারি দিলেন ট্যাক্সি অ্যাসোসিয়েশন। যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে বৈঠকেই সমাধান সূত্র বের করতে চাইছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন, এমনটাই খবর। অবাঞ্চিত কর এবং পুলিশের জরিমানার বিরুদ্ধে কথা বলতেই আজ কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক সন্তোশ পান্ডের সঙ্গে বৈঠকে বসতে চলেছে ট্যাক্সি অ্যাসোসিয়েশন এমনটাই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল গুহ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বিমলবাবু বলেন, “কিছু কিছু ক্ষেত্রে জরিমানা এবং পুলিশের যে নির্যাতন চলে তাঁর বিরুদ্ধে কথা বলতেই এই বৈঠকে বসছি আমরা। তবে কথায় কাজ না হলে আমরা বৈঠক শেষে লালবাজারের সামনেই ধর্মঘটে বসব আমরা”।