West Bengal news today: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৈঠকে বসছেন মহারাষ্ট্র নবনির্মাণ সঙ্ঘের নেতা রাজ ঠাকরে। আজ বিকেলে মমতা-রাজ ঠাকরে বৈঠকের কথা রয়েছে। মমতার সঙ্গে বৈঠকে বসতে এদিন নবান্ন যাবেন রাজ ঠাকরে। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। তবে কী নিয়ে বৈঠক হতে পারে, সে ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। মমতা-রাজ ঠাকরে বৈঠক ঘিরে ইতিমধ্যেই চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে।
বীরভূমে জেলাশাসকের বাংলো চত্বরে বিস্ফোরণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। এ ঘটনায় সিট গঠন করা হয়েছে বলে খবর। সোমবার গভীর রাতে ৫-৬টি বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় বীরভূমের প্রশাসনিক বাংলো এলাকায়। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছোয় সিআইডির একটি দল-সহ পুলিশের বিশাল বাহিনী। এরপরই ঘটনার কথা জানাজানি হয়। সূত্রের খবর, জেলাশাসকের বাংলো চত্বরে তল্লাশিতে নেমে বোমা বিস্ফোরণের চিহ্নও মিলেছে। সর্বদা নিরাপত্তা বেষ্টনীতে থাকা জেলা প্রশাসনের এই হাইপ্রোফাইল এলাকায় কীভাবে বোমা ফাটলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
বুধবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল (NMC)-এর প্রতিবাদেই আগামীকাল ধর্মঘটে যোগ দিতে চলেছেন দেশের সমস্ত ডাক্তাররা। বুধবার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য ওই ধর্মঘট হবে বলে জানিয়েছে আইএমএ। তবে এই ধর্মঘটে সক্রিয়ভাবে নেই পশ্চিমবঙ্গ। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলকে তীব্র ধিক্কার জানালেও ধর্মঘটে সামিল হতে রাজি নন রাজ্যের ডাক্তাররা।