আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল (NMC)-এর প্রতিবাদেই আজ, বুধবার, ধর্মঘটে যোগ দিতে চলেছেন দেশের সমস্ত ডাক্তার। সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য ওই ধর্মঘট হবে বলে জানিয়েছে আইএমএ। তবে এই ধর্মঘটে সক্রিয়ভাবে নেই পশ্চিমবঙ্গ। ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলকে তীব্র ধিক্কার জানালেও ধর্মঘটে সামিল হতে রাজি নন রাজ্যের ডাক্তার।
১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত এনআরএস কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিলেন রাজ্যের ডাক্তাররা। সে সময় ভোগান্তির শেষ ছিল না রোগীদের। তাই কর্মবিরতি নয়, এবারে প্রতিবাদের ভাষা বদলাতে চান রাজ্যের ডাক্তাররা। মঙ্গলবার এনআরএসের ডাঃ অর্চিষ্মান ভট্টাচার্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আমরা যে কোনো উপায়ে প্রতিবাদ করতে রাজি আছি। কিন্তু যে পথে হাঁটলে রোগীদের সমস্যার মুখে পড়তে হবে সেদিকে যেতে চাইছি না। আমাকে দেখানোর জন্য তিন মাস ধরে যে রোগী এখানে আসার চেষ্টা করছেন, তিনি যখন কাল এসে শুনবেন কোনো একটা বিলের জন্য ডাক্তাররা রোগী দেখছেন না, ধর্মঘট করছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে মানতে পারব না।"
আরও পড়ুন: ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলের বিরোধিতা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের
মালদা মেডিক্যাল কলেজ ও কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে রাজ্যের হয়ে দুই প্রতিনিধি দিল্লীতে গিয়ে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল (NMC)-এর প্রতিবাদ জানাচ্ছেন। ডাঃ অর্চিষ্মান ভট্টাচার্য জানান, "কাল আমরা আউটডোরে যতজন রোগীকে দেখব, তাঁদেরকে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল সম্পর্কে অবগত করার চেষ্টা করব। যদি সম্ভব হয়, প্রেসক্রিপশনে লিখে দেব, 'এনএমসি বিলকে ধিক্কার জানাচ্ছি'।"
কল্যাণী মেডিক্যাল কলেজের ডাঃ অনির্বাণ নাথ বলেন, "এনএমসি বিলের বিরোধী আমরা। বুধবার ধর্মঘটে যদি সামিল নাও হই, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গত মাসে এনআরএস কাণ্ডের জন্য রোগীদের সমস্যার মুখে পড়তে হয়েছিল। সেই ছবি আমরা আর চাই না। তবে প্রতিবাদ কোন ভাষায় দেখাব তা আলোচনা সাপেক্ষ, কালো ব্যাজ পরে বা অন্য কোনো পথে। কিন্তু কর্মবিরতি হবে না।"
লোকসভায় এনএমসিবিল পাশ হওয়ার পর এক বিবৃতিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, "এই বিল অগণতান্ত্রিক। যা দেশের স্বাস্থ্য পরিষেবা ও মেডিক্যাল শিক্ষাকে অন্ধকারে ঠেলে দেবে।" প্রথম মোদী সরকারের সূচনা পর্বে এই বিল পেশ করা হলেও, তখন সেটি পাশ হয়নি। দ্বিতীয়বার সেই বিল পেশ হলে সংসদের নিম্নকক্ষে একাধিক ভোট পেয়ে তা পাশ করিয়ে নেয় মোদী সরকার।
কেন এই বিলের বিরোধিতা করছেন ডাক্তাররা? দুটি মূল কারণে। এক, বিল পাশ হলে বাতিল হয়ে যাবে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, এবং মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার পরিবর্তে গঠিত হবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। দুই, এই প্রস্তাবিত কমিশন অনুমোদন দেবে সমস্ত মেডিক্যাল কলেজের, পরিচালনা করবে এমবিবিএস পরীক্ষার, এবং কোর্সেরও।