Air Coolers: জ্বালাপোড়া অসহনীয় গরমের হাত থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার মেশিনের জুড়ি নেই। তবে অনেকেই AC-র চড়া দামের জন্য পিছিয়ে আসতে বাধ্য হন। সমাজের সেই অংশটির জন্যই বিশেষ এই প্রতিবেদন। এবার আর ভ্যাপসা গরমে শুধুই ফ্যানের উপর ভরসা করে থাকবেন না, আজই ঘরে আনুন সস্তার এই এয়ারকুলার। তাহলেই আপনার ঘর যেন কাশ্মীরের মত ঠান্ডা হয়ে যাবে।
বাজারে বেশ কিছু ব্র্যান্ডের নিত্য নতুন কুলারের সম্ভার হাজির। এয়ার কন্ডিশনার মেশিন কিনতে যারা একটু ভাবনা চিন্তা করছেন তাদের একটা বড় অংশ এই কুলারের উপরেই ভরসা রাখতে শুরু করেছেন। জ্বালাপোড়া গরম থেকে মুক্তি পেতে কুলারও দিচ্ছে ভরপুর স্বস্তি।
নিম্নে কয়েকটি কুলারের বিবরণ দেওয়া হল। অ্যামাজন, ফ্লিপকার্ট সহ দেশের নামজাদা সব অনলাইন বিপণিতে এই কুলারগুলি পেয়ে যাবেন। তবে এটি কেনার আগে সম্পূর্ণ নিজে ১০০ শতাংশ সেই প্রোডাক্টগুলি সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিনবেন। মনে রাখবেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা কোনও প্রোডাক্টের মার্কেটিং করে না। শুধুমাত্র ক্রেতাদের কিছু নতুন তথ্য দিতেই বিশেষ এই প্রতিবেদন।
আরও পড়ুন- শনিবার এই ৮টি জিনিস ভুলেও কিনবেন না! ‘ছারখার’ হয়ে যেতে পারে সংসার!
সস্তার কয়েকটি এয়ার কুলার…
Symphony 70 L Desert Air Cooler (White, Jumbo with_Trolley) : দাম ১২ হাজার টাকার আশেপাশে। কিস্তিতে কেনারও সুযোগ রয়েছে।
Jumbo 70 Desert Air Cooler 70-litres : এর দাম ১০ হাজার টাকার আশেপাশে। এই প্রোডাক্টটিও চাইলে ইনস্টলমেন্টে কেনে যেতে পারে।
আরও পড়ুন- Indian Railway: নিশ্চিন্তে ঘুমোন ট্রেনে, আর হবে না স্টেশন মিস! সহজ একাজেই ডেকে দেবে…
Crompton Optimus Air Delivery 5500 m3/hr 200W Plastic Desert Air Cooler with Honeycomb Pads 100 L Tank Capacity, Optimus 100 : এর দাম একটু বেশি। ১৭ হাজার টাকার আশেপাশে। তবে চাইলে এটিও ইনস্টলমেন্টে কিনতে পারেন।