Advertisment

শনিবার এই ৮টি জিনিস ভুলেও কিনবেন না! 'ছারখার' হয়ে যেতে পারে সংসার!

Shani Dev: হিন্দু ধর্মে শনিবারের দেবতা গ্রহ অধিপতি হলেন শনিদেব। যিনি এই দিনে নির্দিষ্ট নিয়ম মেনে শনিদেবের আরাধানা করেন তাঁর জীবনে হামেশাই শান্তি থাকে। সুখ-স্বাচ্ছন্দ্য বিরাজ করে সংসারে। শনিদেব মানুষকে কর্ম অনুযায়ী ফল দেন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Avoid buying these 8 things on Saturday to avoid Shani Devs wrath

শনিদেব!

Shani Dev: শনিবার ভুলেও কিনবেন না এই ৮টি জিনিস। তাহলেই পড়তে পারেন শনি দেবের কুনজরে। বেশিরভাগ বাঙালিই সম্ভবত না জেনেশুনেই শনিবার এই জিনিসগুলি কিনে থাকেন। হিন্দু শাস্ত্রমতে শনিবার এই জিনিগুলি কিনলে শনি দেব রেগে যান। যার ফল স্বরূপ জীবনে খারাপ সময় আসতে পারে। যার জেরে জীবনে নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়। পরিবারের সুখ শান্তি উবে যেতে পারে। তাই এই ৮টি জিনিস কখনই কিনবেন না শনিবার।

Advertisment

হিন্দু ধর্মে শনিবারের দেবতা গ্রহ অধিপতি হলেন শনিবদেব। যে ব্যক্তি এই দিনে নির্দিষ্ট নিয়ম মেনে শনিদেবের আরাধানা করেন তাঁর জীবনে হামেশাই শান্তি থাকে। সুখ-স্বাচ্ছন্দ্য বিরাজ করে সংসারে। শনিদেব মানুষকে কর্ম অনুযায়ী ফল দেন। সকলে চান যে তাঁরা যেন শনি দেবের ক্রোধের শিকার না হন।

শনি দেবকে খুশি করতে মানুষ নানা প্রতিকার করে থাকেন। কেউ শনি মন্দিরে পুজো দেন। শনিদেবকে সর্ষের তেল অর্পন করেন। অনেকে আবার শনিদেবকে খুশি করতে এই দিনে অশ্বথ গাছের পুজো করেন। শনিবার আমিষ ভক্ষণ এড়িয়ে চলেন অনেকে। শাস্ত্র মতে শনিবার ৮টি জিনিস কিনলে ছারখার হয়ে যায় মানুষের জীবন।

আরও পড়ুন- Indian Railway: নিশ্চিন্তে ঘুমোন ট্রেনে, আর হবে না স্টেশন মিস! সহজ একাজেই ডেকে দেবে…

কোন ৮ জিনিস শনিবার কেনার কথা মাথাতেও আনবেন না?

১. সর্ষের তেল

এই দিন কোনওমতেই সর্ষের তেল কিনবেন না। বা কাউকে দেবেনও না। বরং এই দিন সর্ষের তেলের হালুয়া বানিয়ে কালো কুকুরকে ডেকে খাওয়াতে পারেন। এতে শনির দশা কেটে যাবে।

২. লবণ বা নুন

শনিবার লবণ বা নুন কিনলে পরিবারের উপর আর্থিক ঋণের বোঝা বাড়তে পারে।

৩. জুতো বা চপ্পল

শনিবার ভুলেও জুতো বা চপ্পল কিনবেন না। এগুলি নেগেটিভ চিন্তার বাহক।

৪. বেগুন

শনিদেবের রোষানল থেকে বাঁচতে শনিবার বেগুন পুড়িয়ে খান।

৫. লোহা

লোহা শনিদেবের ধাতু। শনিবার লোহার তৈরি কোনও জিনিস কিনবেন না। এমনই বলছেন জ্যোতিষীদের অনেকে।

আরও পড়ুন- Air Conditioner: দেদার AC চললেও বিদ্যুতের বিল আসবে ফ্যান চলার মতোই! শুধু করুন এই কাজটি

আরও পড়ুন- Cheapest AC: মাত্র ১৩ হাজার টাকায় AC? সব ছেড়ে আগে পড়ুন এই বাম্পার খবর!

lifestyle saturday Shani human lifestyle
Advertisment