বয়স তো দৈহিক, মনের কী আর বয়স বাড়ে! তাই প্রেম পেলেও উপায় নেই, বয়স বাড়ার কারণে প্রেম নিবেদনে ইতস্তত বোধ করেন ? তারওপরে ফেসবুক ময়দানে সকলেরই প্রায় জানা আপনার কাঁচাপাকা এই বয়স। তাই প্রেম নিবেদন তো দূরের কথা, আবহাওয়া, খেলা, রাজনীতির বাইরে কেউ কথাই বলেন না। কিন্তু তাতে কী আর মন ভোলে!
ধরুন যদি এমনটা হয়, একটা সাইট যেখানে বছর ৩০ -এর পরের লোকজনের আনাগোনা। যেখানে সকলেই বন্ধুত্বপূর্ণ অথবা প্রেমের সম্পর্ক খোঁজে। প্রলাপ মনে হচ্ছে ? এমনটা ভুলেও ভাববেন না। গুগলে গিয়ে টাইপ করুন 'andwemet'। মূলত শহুরে ভারতীয়দের জন্যই তৈরি এই অ্যাপ। যেখানে সকলের বয়স ত্রিশের ঊর্ধ্বে।
অ্যাপের বয়স মাত্র পাঁচ মাস। এরই মধ্যে প্রোফাইল খুলে ফলেছে প্রায় হাজারজন। প্রোফাইল খুলতে খানিক প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। যার জন্য সময় লাগবে প্রায় মিনিট পনেরো কুড়ি। কেমন হবে আপনার পছন্দের লাইফ পার্টনার, সে বিষয়ে বিস্তর জানাতে হবে অ্যাপকে। একটা সম্পর্ক থেকে আপনার কী চাহিদা সেটাও চেক বক্সে ক্লিকের মাধ্যমে জানিয়ে দিতে হবে আপনাকে। প্রসঙ্গত, এটাই অ্যাপের ইউএসপি। যা এই প্ল্যাটফর্মে থাকা অন্য সদস্যরা দেখতে পারবেন, একইভাবে আপনিও অন্যের চাহিদা ও মানসিকতা সম্পর্কে অবগত হতে পারবেন। আপনার সরকারি পরিচয় পত্র আপলোড করতে হবে। আপাতত এই প্ল্যাটফর্মে ত্রিশ ঊর্ধ্বে ছেলেদের থেকে মহিলাদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে সংস্থা।
Read the full story in English