সারাদিন কর্ম ব্যস্ততা এবং হাবিজাবি খাবার খাওয়ার পর শারীরিক গোলযোগ হওয়াই স্বাভাবিক। অতিরিক্ত তেল মশলা যুক্ত এবং বাইরের স্ট্রিট ফুড হোক কিংবা হোটেলের খাবার অম্বল থেকে রক্ষে নেই একেবারেই। তার সঙ্গে জল খাওয়া প্রায় হয় না বললেই চলে। ফলতঃ, বুকে জ্বালা, গলায় জ্বালা, পেটে অস্বস্তি লেগেই রয়েছে।
Advertisment
তবে শরীরের আর দোষ কী? বাড়ির সুস্বাদু এবং কম মশলার খাবার ছেড়ে বাইরের খাবার খেলে এসব সমস্যা তো হবেই। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডি ক্সা ভবসর এই প্রসঙ্গেই জানিয়েছেন বেশ কিছু তথ্য। তার বক্তব্য, আয়ুর্বেদের দ্বারাই হতে পারে এর সমাধান। কিন্তু কীভাবে? তিনি বলেন শরীরে রোগ প্রতিরোধ করার থেকে তার প্রতিকার করার প্রয়োজন। গোড়া থেকে নির্মূল হলেই তবে এর সুরাহা।
যে যে বিষয়গুলি প্রসঙ্গে তিনি নজর দিতে বলেন-
• অতিরিক্ত ঝাল, নোনতা, তেল মশলা যুক্ত খাবার, ভাজাভুজি এবং সংরক্ষিত খাবার এড়িয়ে চলুন।