Advertisment

Free travel in train: দেশের একমাত্র এই ট্রেনেই বিনামূল্যে ভ্রমণের সুযোগ! মায়াবী সফরের মধুর অভিজ্ঞতার স্বাদ নেবেন?

free travel: ১৯৪৮ সালে এই ট্রেনটি চালু করা হয়েছিল। সেই থেকেই এই বিশেষ ট্রেনে বিনামূল্যে ভ্রমণের সুযোগ মিলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই ট্রেনে চড়ে দারুণ অভিজ্ঞতার স্বাদ নেন। যাত্রাপথে রেলপথের দু'পাশের অভূতপূর্ব শোভা আপনার মনকে নাড়া দিয়ে যাবেই।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Bhakra to Nangal train continues to offer free travel for all

Free travel in train: এই রেলযাত্রায় দু'পাশের নৈঃস্বর্গিক শোভায় মন মোহিত হবে!

Free travel in train: গল্প হলেও একথা সত্যি! এমন একটি ট্রেন যাতে চড়লে কোনও টিকিট লাগে না, অর্থাৎ বিনামূল্যেই আপনি ট্রেনের সফর উপভোগ করতে পারবেন। ভারত স্বাধীন হওয়ার পরের বছরই এই রেলপথ নির্মাণ করা হয়েছিল। সেই থেকে এই রেল পথ দিয়ে যাওয়া এই বিশেষ ট্রেনে চড়লে কোনও পয়সা দিতে হয় না যাত্রীদের।

Advertisment

সর্বত্রই ট্রেনে উঠলে টিকিট কাটতে হয়। বিশ্বের বাকি দেশগুলির পাশাপাশি ভারতেও এই নিয়ম। বিনা টিকিটে ভ্রমণ করলে আর্থিক জরিমানা গুনতে হবে অথবা জেল হতে পারে। তবে দেশেরই এক প্রান্তের এই ট্রেনে উঠলে আপনাকে কোনও টিকিট কাটতে হবে না, অর্থাৎ বিনা পয়সাতেই এই ট্রেনে সফর করার সুযোগ পাবেন।

দেশের এমনই একটি ট্রেনের নাম ভাকরা-নাঙ্গাল ট্রেন। ১৯৪৮ সালে তৎকালীন ভাকরা- নাঙ্গল বাঁধে ভারী যন্ত্রপাতি এবং কর্মীদের নিয়ে যাওয়ার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল। সেই থেকেই ভাকরা-নাঙ্গাল ট্রেনে সবার জন্য বিনামূল্যে ভ্রমণের সুযোগ মিলছে।

আরও পড়ুন- Tips to reduce AC Bills: দিনে ১৫-১৬ ঘণ্টা AC চালালেও বিদ্যুতের বিল নাগালেই! শুধু করুন এই কাজটি

বিশেষ এই ট্রেনটি পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশের সীমানা পর্যন্ত যাতায়াত করে। মেরেকেটে ১৩ কিলোমিটার দীর্ঘ এই রেল যাত্রায় দু'পাশের অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য তারিয়ে তারিয়ে উপভোগ করার সুযোগ মিলবে। তবে ভাকরা-নাঙ্গল ট্রেনটির মালিকানা কিন্তু ভারতীয় রেলের নেই।

আরও পড়ুন- Air Coolers: গুলি মারুন AC-কে, ঘরে বরফ ঝরাতে আজই আনুন সস্তার এই বাম্পার কুলার!

এই ট্রেনটির দায়িত্ব রয়েছে ভাকরা-নাঙ্গল ব্যাস ম্যানেজমেন্ট বোর্ডের হাতে। তাঁরাই এই ট্রেনটির রক্ষণাবেক্ষণ করেন। ১৯৪৮ সাল থেকে ভাকরা ও নাঙ্গলের মধ্যে চলা এই ট্রেনে আজও বিনামূল্যে সফর করতে পারেন যাত্রীরা।

আরও পড়ুন- Indian Railway: নিশ্চিন্তে ঘুমোন ট্রেনে, আর হবে না স্টেশন মিস! সহজ একাজেই ডেকে দেবে…

Punjab Himachal Pradesh Free Train in India Bhakra-Nangal Free Train
Advertisment