Tips to reduce AC Bills: দিনে ১৫-১৬ ঘণ্টা AC চালালেও বিদ্যুতের বিল নাগালেই! শুধু করুন এই কাজটি

Tips to reduce AC Bills: দাবদাহের কালে এক ঝটকায় হৃদয় জুড়িয়ে দেওয়া স্বস্তির ভরপুর স্বাদ এনে দেয় AC। তবে একটানা এসি চললে বিদ্যুতের বিলও বাড়ে হু হু করে। তবে এটা আবার অজ্ঞতার কারণেও ঘটতে পারে। যদিও এবার আর সেই চিন্তা নেই। শুধু সহজ এই কাজটি করে নিন।

Tips to reduce AC Bills: দাবদাহের কালে এক ঝটকায় হৃদয় জুড়িয়ে দেওয়া স্বস্তির ভরপুর স্বাদ এনে দেয় AC। তবে একটানা এসি চললে বিদ্যুতের বিলও বাড়ে হু হু করে। তবে এটা আবার অজ্ঞতার কারণেও ঘটতে পারে। যদিও এবার আর সেই চিন্তা নেই। শুধু সহজ এই কাজটি করে নিন।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
some tips to reduce AC Bills

AC Machine: এয়ার কন্ডিশনার মেশিন নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্যটি জানুন।

Tips to reduce AC Bills: অসহ্যকর গরম থেকে মুক্তি পেতে এয়ার কন্ডিশনার কিংবা এসি মেশিনের জুড়ি মেলা ভার। অসহ্য গরমের হাত থেকে রেহাই পেতে এসি বরাবরই সুপারহিট চয়েজ। দাবদাহের কালে এক ঝটকায় প্রাণভরা স্বস্তির ভরপুর স্বাদ এনে দেয় AC। তবে একটানা এসি চললে বিদ্যুতের বিলও বাড়ে হু হু করে। তবে এটা আবার অজ্ঞতার কারণেও ঘটতে পারে। যদিও এবার আর সেই চিন্তা নেই। শুধু সহজ এই কাজটি করে নিন। এবার এসি চালিয়েও বিদ্যুৎ বিল রাখুন নাগালের মধ্যেই।

Advertisment

কী করতে হবে?

১. AC-র ফিল্টারের ময়লা পরিষ্কার করুন নিয়ম মেনে। একটানা ব্যবহার করে চলার ফলে এসির ফিল্টারে ময়লা জমে থাকে। সেই জমে থাকা ধুলোবালি AC মেশিন থেকে নির্গত ঠান্ডা হাওয়াকে বাধা দেয়। এসির উপর চাপ তৈরি হয় এবং তার শক্তির খরচও বেড়ে যায়।

২. এসি চালালেও পাখা যেন বন্ধ করবেন না। এসি চালিয়ে হালকা করে ফ্যান চালিয়ে রাখুন। এসির ঠান্ডা বাতাস পাখার মাধ্যমে সারা ঘরে প্রবাহিত হবে। এসির উপর চাপ কম পড়বে এবং বিদ্যুৎও সাশ্রয় হবে।

Advertisment

আরও পড়ুন- Air Coolers: গুলি মারুন AC-কে, ঘরে বরফ ঝরাতে আজই আনুন সস্তার এই বাম্পার কুলার!

৩. পুরনো এসি ব্যবহার করার ফলে বিদ্যুতের খরচ বেড়ে চলে। তাই দেখে নিন আপনার এসিতে স্মার্ট কুলিং কিংবা এনার্জি সেভিং মোড রয়েছে কিনা। যদি তা না থাকে তবে আজই ঘরে আনুন আধুনিক প্রযুক্তির এসি। এতে করে আপনি বিদ্যুতের বিলের খরচ অনেক অংশে বাঁচাতে পারবেন।

আরও পড়ুন- শনিবার এই ৮টি জিনিস ভুলেও কিনবেন না! ‘ছারখার’ হয়ে যেতে পারে সংসার!

৪. সকালের দিকে কিংবা সন্ধ্যের দিকে এসি না চালানোই ভালো। এই সময়টায় বাইরে প্রকৃতির হাওয়া উপভোগ করতে পারেন। এতে করেও এসির খরচ বাঁচানো যায়।

আরও পড়ুন- Indian Railway: নিশ্চিন্তে ঘুমোন ট্রেনে, আর হবে না স্টেশন মিস! সহজ একাজেই ডেকে দেবে…

AC bill Ac Machine Air Conditioner