পেঁয়াজের দাম আগুন ছোওয়া-- হাত দেওয়া মুশকিল সাধারণ মানুষের। অপেক্ষা কীসের। পেঁয়াজ ছাড়াই রান্না করুন। সত্যি বলছি, আমাদের মধ্যে বেশিরভাগই পেঁয়াজ-রসুন ছাড়া রান্না কল্পনাও করতে পারি না কারণ মনে করি পেঁয়াজ খাবারের স্বাদে আনে বিশেষ মাত্রা। কিন্তু এ ধারণা ভুল। রান্নায় পেঁয়াজের চেয়ে আরও বেশি স্বাদ হয়, এমন অন্য মশলা দিয়ে অভিনব পদ রান্না করুন। ভাবছেন আমি নিরামিষ সবজি রান্নার কথা বলছি-- আর মনে করছেন এ আবার কী এমন!
বাঙালির হেঁশেলে মুরগি, মটন ঢুকবে না, এমন কথা ভাবনাতেও আনা উচিত নয়। তাই আপনাদের একটি মুরগি ও একটি মটন রান্নার রেসিপি দিলাম যা রান্না হয় পেঁয়াজ ছাড়াই। দেখুন, মাছ রান্না তো পেঁয়াজ ছাড়া হতেই পারে-- যেমন জিরে বাটার ঝোল কিংবা আদা-টম্যাটো দিয়ে অথবা ধনেপাতার স্বাদে ভরা টাটকা মাছ আর অল টাইম ফেভারিট সর্ষেবাটার কথা তো আমরা সবাই জানি। কাজেই বাকি থাকল মুরগি-মটন। আমি তারও হদিশ দিচ্ছি আপনাদের। চিন্তা কীসের। কিছুদিন পেঁয়াজ বর্জন করুন-- শরীরও হালকা থাকবে।
টম্যাটো মুরগি
উপকরণ:
মুরগি-- ৫০০ গ্রাম (মাঝারি সাইজ)
টম্যাটো-- ২৫০ গ্রাম (ব্লাঞ্চ করে খোসা ছাড়ানো)
কাঁচালঙ্কা-- ১০টা (ছেঁচে নেওয়া)
কুচোনো ধনেপাতা-- ১/২ কাপ
আদাবাটা-- ১ টেবিলচামচ
লঙ্কাগুঁড়ো-- ১/২ চা-চামচ
রসুনবাটা-- ১ টেবিলচামচ
জিরেগুঁড়ো-- ১ চা-চামচ
নুন-- স্বাদমতো
চিনি-- ১ চা-চামচ
সর্ষের তেল-- ১/৪ কাপ
হলুদগুঁড়ো-- ১/২ চা-চামচ
গরমমশলা গুঁড়ো-- ১/২ চা-চামচ
আরও পড়ুন: World Diabetes Day, 2019: ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজকার মেনুতে রাখুন এই সব খাবার
প্রণালী: মুরগি ধুয়ে জল ঝরিয়ে নিন। ধনেপাতা কুচি ও টম্যাটো বাদে সব উপকরণ দিয়ে মুরগি ১ ঘণ্টা মেখে রাখুন। কড়াই গরম করুন। কড়াই গরম হলে মশলা মাখা মুরগি ঢেলে দিন। এইবার ব্লাঞ্চ করা টম্যাটোগুলো স্লাইস করুন ও কড়াইতে মুরগির সঙ্গে দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না করুন মাঝারি আঁচে। যখন দেখবেন মুরগির থেকে তেল ছেড়েছে তখন ধনেপাতা কুচি মিশিয়ে দিয়ে আরও দু-তিন মিনিট রান্না করুন। গ্যাস বন্ধ করে দিন ও সার্ভ করুন গরম গরম।
নিরামিষ মাংস
উপকরণ:
পাঁঠার মাংস-- ৫০০ গ্রাম
আলু-- ২টো (৪ টুকরো করা)
টক দই-- ১০০ গ্রাম
সর্ষের তেল-- ১/২ কাপ
নুন-- স্বাদমতো
চিনি-- ১ চা-চামচ
আদাবাটা-- ২ টেবিলচামচ
জিরে গুঁড়ো-- ২ চা-চামচ
আধভাঙা গোলমরিচ-- ১ টেবিলচামচ
হলুদগুঁড়ো-- ১ চা-চামচ
কাশ্মিরি লঙ্কাগুঁড়ো-- ১ ১/২ চা-চামচ
গরমমশলা গুঁড়ো-- ১ চা-চামচ
তেজপাতা-- ২টি
ধনেপাতা কুচি-- ১/২ কাপ
চেরা কাঁচালঙ্কা-- ৪-৫টা
টম্যাটো-- ২টো (চার ফালি করা)
আরও পড়ুন: রুকমা দাক্ষীর রান্না বিলাস: পরমপ্রিয় ডিমের দুটি লোভনীয় রেসিপি
প্রণালী: মাংস ধুয়ে নিয়ে তাতে টক দই, হলুদগুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, গোলমরিচ, নুন, আদাবাটা, ২ টেবিলচামচ সর্ষের তেল-- সব দিয়ে মেখে রাখুন ১ ঘণ্টা। এইবার প্রেশার কুকারে তেল গরম করুন। তেল গরম হলে তাতে আলু ভেদে নিন লাল করে। ওই তেলেই তেজপাতা ফোড়ন দিন। চিনি দিন ও তার পর মশলা মাখানো মাংস দিয়ে ভালো করে কষতে থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে মাংস থেকে। মাংস থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে মাংস থেকে। মাংস কষা হয়ে গেলে ১ ১/২ কাপ গরম জল দিয়ে মাঝারি আঁচে ২টি হুইসিল দিয়ে নিন। আপনা আপনি যখন প্রেশারের ঢাকা খুলবে তখন স্লাইস করা টম্যাটো ভেজে রাখা আলু ও গরমমশলা দিয়ে আরও একটা হুইসিল দিন। অপেক্ষা করুন। প্রেশার কুকার খুলে গেলে ধনেপাতা ও কাঁচালঙ্কা দিয়ে ফুটিয়ে নিন মাংস। ব্যস, রেডি নিরামিষ মাংস। গরম ভাতে দারুঁ লাগবে। একটু ঝোল হবে এই রেসিপিতে।