Children's day, history and significance: ১৪ নভেম্বর কেন দেশ জুড়ে পালিত হয় শিশু দিবস?

"শিশুরা বাগানের কুঁড়ির মতো। খুব যত্ন সহকারে ওদের দেখভাল করতে হয়। ওরা দেশের ভবিষ্যৎ, আগামিকালের নাগরিক। একমাত্র সঠিক শিক্ষাই পারে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে।"

"শিশুরা বাগানের কুঁড়ির মতো। খুব যত্ন সহকারে ওদের দেখভাল করতে হয়। ওরা দেশের ভবিষ্যৎ, আগামিকালের নাগরিক। একমাত্র সঠিক শিক্ষাই পারে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে।"

author-image
IE Bangla Web Desk
New Update
jawaharlaal nehru

Childrens Day 2019 Importance

Advertisment

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি সারা ভারতে উদযাপিত হয় শিশু দিবস হিসেবে। ১৮৮৯ সালের ১৪ নভেম্বর জন্মেছিলেন নেহরু। কচিকাঁচাদের সঙ্গে ছিল তাঁর আজন্ম সদ্ভাব। বাচ্চাদের কাছে তিনি ছিলেন 'চাচা নেহরু'।

১৯৩০ থেকে ১৯৪০ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন জওহরলাল। স্বাধীন ভারতের শিক্ষাক্ষেত্রকে নতুন রূপ দেওয়ার পেছনে নেহরুর অবদান অনস্বীকার্য। শিক্ষার মূল ভিত্তি হিসেবে বিজ্ঞান চেতনা এবং যুক্তির ওপর জোর দেওয়ার কথা বলতেন তিনি। তাঁর কথায়, "শিশুরা বাগানের কুঁড়ির মতো। খুব যত্ন সহকারে ওদের দেখভাল করতে হয়। ওরা দেশের ভবিষ্যৎ, আগামিকালের নাগরিক। একমাত্র সঠিক শিক্ষাই পারে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে।"

Advertisment

আরও পড়ুন, পরিবারের খুদেটির জন্য স্পেশাল করে তুলুন শিশু দিবস