Advertisment

Merry Christmas 2019 Wishes, Images: বড়দিনের নজরকাড়া শুভেচ্ছা বার্তা পাঠান আপনার প্রিয়জনদের

Merry Christmas 2019 Wishes Images, Quotes, Cards: দিনক্ষণের হিসাব মেলালে ২৫ ডিসেম্বরের দিন কিন্তু কোনোভাবেই বড় নয়, কিন্তু তাতে কী? দিনের নাম বড়দিন, উৎসবের দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Christmas 2019 Greetings Images, Whatsapp, Facebook Status:

Advertisment

আসতে একটু দেরি করলেও কলকাতায় কিন্তু এই ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে জাঁকিয়ে বসেছে শীত। আলসেমি আর কুুঁড়েমির জোড়া হামলায় কাজে মন বসানো দুষ্কর। কিন্তু এরই মাঝে বিশ্বজুড়ে যে দিনটি বেশি পালন করতে মানুষ ভলোবাসেন তা হল বড়দিন। বিশ্বজুড়ে ছোট-বড় সব মানুষের প্রবল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা থাকে ২৫ ডিসেম্বরকে ঘিরে।

প্রত্যেক বছর যিশু খ্রিষ্টের জন্মদিনে মেতে থাকে গোটা বিশ্ব। আর বাঙালির তো শুধু অজুহাত চাই। বনধ্ হোক বা ঈশানকোণে মেঘ, সবেতেই বাঙালির খাওয়াদাওয়া আর ছুটির মেজাজ। দিনক্ষণের হিসাব মেলালে ২৫ ডিসেম্বরের দিন কিন্তু কোনোভাবেই বড় নয়, কিন্তু তাতে কী? দিনের নাম বড়দিন, উৎসবের দিন।

আরও পড়ুন, রুকমা দাক্ষীর রান্না বিলাস: বড়দিনের দুই! প্লাম কেক ও চিকেন কাস্টার্ড ফ্ল্যান

publive-image বড়দিনের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

মায়ের হাতের কেক, পার্কস্ট্রিট থেকে সেন্ট পলস্ ক্যাথিড্রাল চার্চ, কমলালেবু, ব্যাডমিন্টন, আর লাল টুপিতে দিন থেকে রাত কাটানোর ইচ্ছায় অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি। গাঁটে কড়ি থাকলে কথাই তো নেই, পছন্দের হোটেলে ঢুকে পশ্চিমী পোশাকে ‘মেরি ক্রিসমাস’ পালনে মেতে ওঠেন নগরবাসী।

আরও পড়ুন, বড়দিনের মরশুমে কী ভাবে সাজাবেন আপনার ঘর?

publive-image অলংকরণ-অভিজিৎ বিশ্বাস

আরও পড়ুন, বড়দিনে আ’মন্ড কেক তৈরির রেসিপি

publive-image অলংকরণ-অভিজিৎ বিশ্বাস

কিন্তু এখন প্রশ্ন, কী কিনবেন? কার্ড কিনলেও ভাবছেন কী লিখবেন? লেখালেখি থেকে খানিক দূরে, তাই মনের মাধুরি সব সময় আবার কাজ দেয় না? চিন্তা করবেন না, আপনার জন্য রইল বড়দিনের কিছু শুভেচ্ছাবার্তা।

আরও পড়ুন, খুদেদের সঙ্গে কী ভাবে উদযাপন করবেন বড়দিন?

publive-image ভালো কাটুক বড়দিন। অলংকরণ-অভিজিৎ বিশ্বাস

আরও পড়ুন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন

publive-image বড়দিনের শুভেচ্ছা। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস

বাঙালির উৎসবের নতুন সিলেবাসে সম্প্রতি জায়গা করে নিয়েছেন সান্তাক্লজ, এবং তাঁর দেওয়া উপহার। খুদেদের থেকে কপোত-কপোতি, সবার ভাগ্যে কিছু না কিছু উপহার জোটে, তাও আবার চমকপ্রদ কায়দায়। আপনি যদি পালন করেন তবে ট্রেন্ডি তকমা পাবেন, নয়ত হবেন পিছিয়ে পড়া। তা মন ভালো করতে, একটু আধটু ট্রেন্ডিই নয় হলেন, ক্ষতি কী!

Christmas
Advertisment