Clean Gas Stove: গ্যাসের নোংরা চুলা কয়েক মিনিটেই হবে ঝকঝকে, সামান্য লবণেই চটজলদি ম্যাজিক!
Clean Gas Stove: রান্নাঘরের গ্যাসের চুলা কি ময়লা আর দাগে ভর্তি? শুধু লবণ আর লেবুর খোসা দিয়েই ঝকঝকে করে তুলুন কোনও রাসায়নিক ক্লিনার ছাড়াই! জানুন ঘরোয়া সহজ টিপস।
Clean Gas Stove: রান্নাঘরের গ্যাসের চুলা কি ময়লা আর দাগে ভর্তি? শুধু লবণ আর লেবুর খোসা দিয়েই ঝকঝকে করে তুলুন কোনও রাসায়নিক ক্লিনার ছাড়াই! জানুন ঘরোয়া সহজ টিপস।
Clean Gas Lifestyle: রোজ রান্না করার ফলে গ্যাসের চুলায় গ্রেভি, সাম্বার বা তেল ঝরে পড়ে। এই ময়লা শুকিয়ে গিয়ে গ্যাসের চুলায় দাগ ফেলতে শুরু করে এবং সেই দাগ তুলতে হিমশিম খেতে হয় সকলকে। অনেকেই জল ঢেলে দাগ ধুয়ে ফেলেন। কিন্তু, এতে চুলার বডিতে মরিচা পড়ে এবং ক্ষতি হয়। এই অবস্থায় লবণ এবং লেবু দিয়ে এক সহজ পদ্ধতিতে আপনি পেতে পারেন একেবারে চকচকে গ্যাসের চুলা।