/indian-express-bangla/media/media_files/2025/06/09/yF26DzDaNgjnldl50lPd.jpg)
Clean Gas Lifestyle: একটু লবণ ব্যবহারেই উঠে যাবে গ্যাসের চুলার দাগ।
Clean Gas Lifestyle: রোজ রান্না করার ফলে গ্যাসের চুলায় গ্রেভি, সাম্বার বা তেল ঝরে পড়ে। এই ময়লা শুকিয়ে গিয়ে গ্যাসের চুলায় দাগ ফেলতে শুরু করে এবং সেই দাগ তুলতে হিমশিম খেতে হয় সকলকে। অনেকেই জল ঢেলে দাগ ধুয়ে ফেলেন। কিন্তু, এতে চুলার বডিতে মরিচা পড়ে এবং ক্ষতি হয়। এই অবস্থায় লবণ এবং লেবু দিয়ে এক সহজ পদ্ধতিতে আপনি পেতে পারেন একেবারে চকচকে গ্যাসের চুলা।
কীভাবে পরিষ্কার করবেন গ্যাসের চুলা?
প্রয়োজনীয় উপকরণ:
গুঁড়ো লবণ
একটি লেবুর খোসা
টিস্যু বা পুরনো খবরের কাগজ
শুকনো কাপড়
আরও পড়ুন- মাত্র ৫ মিনিটে পাকা চুল হবে কালো! চা আর কালোজিরায় মিলবে ভেষজ সমাধান, পরামর্শ বিশেষজ্ঞদের
কীভাবে জেদি দাগ সহজেই ওঠাবেন
ধাপ ১:
রান্না শেষ হওয়ার পর চুলা ঠান্ডা হলে প্রথমে ময়লাগুলো একটু মুছে নিন।
ধাপ ২:
লেবুর খোসা নিয়ে উলটে রাখুন চুলার ওপরে। লেবুর খোসার ভিতরের অংশ দিয়ে চুলার ময়লা অংশগুলোতে ঘষুন।
ধাপ ৩:
এরপর সামান্য গুঁড়ো লবণ ছিটিয়ে দিন পুরো গ্যাসের চুলার ওপর।
ধাপ ৪:
এখন টিস্যু, পুরোনো কাপড় বা খবরের কাগজ দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। কিছুটা চাপ দিয়ে ঘষলে পুরনো জমে থাকা দাগও উঠে আসবে।
ধাপ ৫:
সবশেষে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে পুরো চুলাটা মুছে নিন। দেখবেন, চুলা ঝকঝকে হয়ে উঠেছে।
আরও পড়ুন- এই ৫ উপসর্গ মানেই সতর্ক হোন, ব্রেন টিউমারও হতে পারে
কীভাবে এই পদ্ধতি কাজ করে?
লবণ প্রাকৃতিক স্ক্রাবারের মত কাজ করে। এটি জোরালো দাগকে অস্পষ্ট করে দেয়।
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড জীবাণুনাশক এবং গন্ধ দূর করতে সাহায্য করে।
কাপড় বা কাগজ ব্যবহার করে আপনি জল ছাড়াই দ্রুত ময়লা পরিষ্কার করতে পারেন।
এই পদ্ধতির সুবিধা
জল ব্যবহার না করেও পরিষ্কার করা যায়
মরচে পড়ার সম্ভাবনা কমে
কেমিক্যাল ক্লিনারের প্রয়োজন হয় না
অল্প সময়ে কার্যকর সমাধান
আরও পড়ুন- নিম পাতায় মেশান কর্পূর! ঘরেই তৈরি করুন মেঝে পরিষ্কারের ভেষজ লিকুইড, উধাও হয়ে যাবে পোকামাকড়
আমাদের এই টিপস ব্যবহার করে আপনি উপকার পেলে নীচে কমেন্ট বক্সে জানাবেন। তাহলে, বাকিরাও এই কায়দায় প্রায় বিনা খরচে গ্যাসের চুলা পরিষ্কার করে নিতে পারবেন।