/indian-express-bangla/media/media_files/2025/04/29/d6DwFB608mysWR3vXGAb.jpg)
Horoscope: রাশিচক্র।
Rashifal Remedies, 28 September 2025: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫। আজকের দিনটি ১২টি রাশির জাতকদের জন্য ভিন্ন ভিন্ন ফলাফল বয়ে আনবে। প্রেম, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্যের ক্ষেত্রে কেমন যাবে আজকের দিন? জেনে নিন বাংলা রাশিফল, বিস্তারিত।
মেষ/ Aries রাশিফল Rashifal
বাড়িতে সাদা ফুলের গাছ লাগিয়ে যত্ন করুন, এতে আপনার খুশি বৃদ্ধি পাবে।
আরও পড়ুন- পুজোর ছুটিতে ঘুরে আসুন, পাহাড় থেকে সমুদ্র, উপভোগ করুন একসঙ্গে!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
পারিবারিক সুখ লাভ করার জন্য চৌকো রুপো গলায় পড়ুন বা আপনার সঙ্গে সবসময় রেখে দিন।
আরও পড়ুন- নবরাত্রির এই সব তিথিতে কেনাকাটা করলেই চমকাবে কপাল! জানুন দিনগুলো
মিথুন/ Gemini রাশিফল Rashifal
শান্তিপূর্ণ ঘুমের জন্য রুপার গ্লাসে জল পান করুন এবং রুপার চামচে খাবার খান।
আরও পড়ুন- নবরাত্রিতে জন্ম নেওয়া শিশুর ভাগ্য কেমন? কী বলছে জ্যোতিষশাস্ত্র, জানুন বিস্তারিত!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য সাধু-সন্তদের বা শিক্ষকদের বা গুরুকে হলুদ অথবা গেরুয়া বস্ত্র দিন।
আরও পড়ুন- নবরাত্রি পালন চলছে, জানেন দেবীর নয় রূপের কোনটির উপাসনায় কী লাভ হয়?
সিংহ/ Leo রাশিফল Rashifal
প্রেম জীবনকে স্মরণীয় রাখতে আপনার প্রেমিককে লাল বা কমলা রঙের উপহার দিন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
আপনার সম্পর্ক শক্তিশালী করতে আপনার বড় ভাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিন।
তুলা/ Libra রাশিফল Rashifal
দুর্গা মন্দিরের প্রসাদ খেলে আপনার প্রেমের জীবন সুন্দর হবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরদিন সকালে কাছের গাছে দুধ ঢেলে পাত্রটি খালি করুন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
কোনো গোশালায় নিজের ওজনের সমান ওজনের বার্লি দান করলে তা আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আজ আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন।
মীন/ Pisces রাশিফল Rashifal
ভালোবাসার মানুষকে রুপোর হাতি উপহার দিলে আজ আপনাদের মধ্যে প্রেম আরও দৃঢ় হবে।