Best Days: নবরাত্রির এই সব তিথিতে কেনাকাটা করলেই চমকাবে কপাল! জানুন দিনগুলো

Best Days: নবরাত্রি ২০২৫-এ গাড়ি অথবা নতুন যানবাহন কেনার সেরা দিন কোনগুলো? কোন দিনগুলোই বা কেনাকাটার জন্য বিশেষভাবে শুভ? বিস্তারিত জেনে নিন এখানেই।

Best Days: নবরাত্রি ২০২৫-এ গাড়ি অথবা নতুন যানবাহন কেনার সেরা দিন কোনগুলো? কোন দিনগুলোই বা কেনাকাটার জন্য বিশেষভাবে শুভ? বিস্তারিত জেনে নিন এখানেই।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Durga Puja

Durga Puja: দুর্গা পূজা।

Navratri 2025: হিন্দু ধর্মে শারদীয়া নবরাত্রি অত্যন্ত শুভ সময় হিসেবে ধরা হয়। এ বছর (২০২৫) নবরাত্রি শুরু হয়েছে ২২ অক্টোবর থেকে। এই নয়টি দিনে মা দুর্গার বিভিন্ন রূপের পূজা করা হয়। ভক্তরা উপবাস, পূজা, আরাধনার মাধ্যমে দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। নবরাত্রির সময় শুধু পূজাই নয়, নতুন কিছু কেনাকাটাও অত্যন্ত শুভ বলে ধরা হয়। বিশেষত নতুন যানবাহন, সম্পত্তি বা ব্যবসার উদ্যোগ শুরু করলে তা জীবনে দীর্ঘস্থায়ী সাফল্য বয়ে আনে। 

Advertisment

হিন্দু বিশ্বাস অনুযায়ী, নবরাত্রির সময় কেনাকাটা করলে তা দেবীর আশীর্বাদ প্রাপ্তির মত ব্যাপার। নতুন যানবাহন বা সম্পত্তি কেনার ফলে জীবনে সুখ, সমৃদ্ধি এবং নিরাপত্তা আসে। জ্যোতিষশাস্ত্র মতে, এই সময় নির্দিষ্ট নক্ষত্র এবং তিথিতে কেনাকাটা করলে ইতিবাচক ফলাফল পাওয়া যায়।  

আরও পড়ুন- নবরাত্রিতে জন্ম নেওয়া শিশুর ভাগ্য কেমন? কী বলছে জ্যোতিষশাস্ত্র, জানুন বিস্তারিত!

Advertisment

গাড়ি কেনার শুভ দিনগুলি

২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)– নবরাত্রির পঞ্চম দিন। এই দিনে অনুরাধা নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে গাড়ি কেনা বিশেষ শুভ। শুধু গাড়িই নয়, গৃহস্থালি জিনিসপত্র, নতুন সম্পত্তি বা ব্যবসার জিনিসও এই দিনে কেনা যেতে পারে।

আরও পড়ুন- তিনি ভারতে নবজাগরণের অগ্রদূত, ব্রিটিশ পার্লামেন্টেও বক্তব্য রেখেছিলেন রামমোহন

২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)– নবরাত্রির সপ্তম দিন। এই দিনটির অভিজিৎ মুহূর্ত কেনাকাটার জন্য আদর্শ। বিশেষত গাড়ি, আসবাবপত্র বা জমি কেনার ক্ষেত্রে এটি বিশেষ শুভ দিন বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয়, এই দিনে কেনা জিনিস ঘরে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনে। 

আরও পড়ুন- নবরাত্রির পঞ্চমীতে স্কন্দমাতার পূজা, কী তার পদ্ধতি, কোন কায়দায় চলে আরাধনা?

২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)– দশেরা। দশেরা বা বিজয়াদশমী হিন্দুদের কাছে অত্যন্ত শুভ দিন। উত্তরাষাঢ় এবং শ্রাবণ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তে এই দিনে নতুন গাড়ি কেনা বা ব্যবসা শুরু করলে তা দীর্ঘমেয়াদি সাফল্য বয়ে আনে। দশেরার দিনে কেনা যানবাহনকে দেবীর আশীর্বাদ হিসেবে ধরা হয়। 

আরও পড়ুন- কন্যাকুমারী ভ্রমণ গাইড, দুই দিনে ঘুরে দেখুন তিন সাগরের মিলনস্থল

৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার)– বিজয়াদশমীর পরের দিন। যদি কেউ দশেরার দিনে কেনাকাটা করতে না পারেন, তবে ৩ অক্টোবর গাড়ি কেনার জন্য শুভ দিন। এই দিনে শ্রাবণ এবং ধনিষ্ঠা নক্ষত্রের সংযোগ হওয়ায় নতুন গাড়ি বা সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

নবরাত্রির শুভ তিথিতে কেনাকাটার উপকারিতাও বিরাট। এতে পরিবারে সুখ-সমৃদ্ধি আসে। নতুন যানবাহন বা সম্পত্তি দুর্ঘটনা ও ক্ষতি থেকে সুরক্ষিত রাখে। ব্যবসা বা নতুন উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা বাড়ে। দেবী দুর্গার কৃপায় জীবনে উন্নতি আসে। 

নবরাত্রি ২০২৫ চলাকালীন ২৭ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৩ অক্টোবর – এই দিনগুলো গাড়ি কেনা বা নতুন উদ্যোগ শুরু করার জন্য বিশেষভাবে শুভ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই শুভ তিথিগুলিতে কেনাকাটা করলে দেবীর কৃপা প্রাপ্ত হয় এবং ভবিষ্যৎ সমৃদ্ধ হয়।

2025 Navratri