/indian-express-bangla/media/media_files/2024/10/22/u5CFFc3JHTy5YN58VmcP.jpg)
Dhanteras 2024 Broom Purchase: ধনতেরাসের দিন ঝাড়ু কেনার হিড়িক পড়ে কেন?
Broom Lucky for Dhanteras 2024: হিন্দু ধর্মে ধনতেরাসের গুরুত্ব অপরিসীম। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। এই দিনে লক্ষ্মী, কুবের এবং ধন্বন্তরী দেবীর পুজোর রীতি রয়েছে। এদিন সোনা-রুপো, বাসনপত্রর মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। তবে অনেকেরই অজানা যে, এইদিনে ঝাড়ু কেনাও খুব শুভ বলে মনে করা হয়। বলা হয় যে, ত্রয়োদশী তিথিতে ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। কিন্তু যে সে ঝাড়ু কিনলে হবে না। কিছু বিষয় মাথায় রাখা উচিত-
কী ধরনের ঝাড়ু কিনবেন?
ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে আর্থিক শ্রীবৃদ্ধি হয়। তবে শুধুমাত্র ঝাড়ু কিনলেই হবে না। ফুলের সঙ্গে ঝাড়ু কিনবেন। কিচেন বা বেডরুমে নতুন ঝাড়ু রাখবেন না। খাটের নিচে বা আলমারির নিচে ঝাড়ু রাখতে নেই।
ঘন ঝাড়ু- ঝাড়ু কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি পাতলা না হয়। বা শুকিয়ে না যায়। এর কাঠিগুলি ভাল অবস্থায় থাকতে হবে। যত ঘন হবে তত ভাল। ভাঙা বা বাঁকা ঝাড়ু কেনা উচিত নয়।
প্লাস্টিকের ঝাড়ু- ধনতেরাসের দিন প্লাস্টিকের ঝাড়ু কিনবেন না। এই শুভ দিনে প্লাস্টিকের জিনিস কেনা উচিত নয়। প্লাস্টিককে অপবিত্র হিসাবে ধরা হয়। যা ধনতেরাসে কেনা অনুচিত। অশুদ্ধ ধাতু কিনলে তাতে ফল পাওয়া যায় না।
ঝাড়ু ঘরে আনার পর কী করবেন- ধনতেরাসের দিন নতুন ঝাড়ু আনার পর সরাসরি ব্যবহার করবেন না। প্রথম পুরনো ঝাড়ুর পুজো করুন, তার পর নতুন ঝাড়ুর গায়ে কুমকুম এবং অক্ষত নিবেদন করুন। তার পর এটি ব্যবহার করুন।
আরও পড়ুন ৬ না ৭ নভেম্বর, এবছর ছটপুজো কবে? এই পূণ্য ব্রতর মাহাত্ম্য এবং গুরুত্ব জানুন
ধনতেরাসের পুজো বিধি
সন্ধেয় উত্তরদিকে কুবের এবং ধন্বন্তরীতে প্রতিষ্ঠা করুন। উভয়ের সামনে একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান। কুবেরদেবকে সাদা এবং ধন্বন্তরী দেবীকে হলুদ মিষ্টি নিদেবন করুন। ওম হ্রীম কুবেরায় নমঃ জপ করুন। এরপর ধন্বন্তরী স্তোত্র পাঠ করুন এবং প্রসাদ খান। সুফল পেতে, দীপাবলিতে কুবেরকে সম্পদের স্থানে রাখুন। পুজোর স্থানে ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন, তাহলেই কাঙ্ক্ষিত ফল পাবেন।