/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/main-AMP.jpg)
শুভ দীপাবলি ২০১৯। অলংকরণ- অভিজিৎ বিশ্বাস
Happy Diwali Wishes Images 2019, Greetings, SMS, Status:
হিন্দু পুরাণ মতে কালী শক্তির উপাসক। দীপান্বীতা অমাবস্যার পূন্য তিথিতে মা কালীর আরাধনা হয়। আর আকাশ অন্ধ করা আঁধার দূর করতে ঘরে ঘরে জ্বলে ওঠে প্রদীপ।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/1-20.jpg)
আলোকোজ্জ্বল দীপাবলির খুশি ভাগ করে নিন আপনার কাছের মানুষজনের সঙ্গে। অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাক।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/2-16.jpg)
মেসেজ, কার্ডের সঙ্গে শুভেচ্ছা বার্তা উৎসবের মরসুমে দূরের প্রিয়জনের মুখে হাসি ফোটাতে পারবে। যাঁদের কাছে উপহার পৌঁছে দিতে পারেন নি তাঁদের কাছে অন্তত পৌঁছে দিন উৎসবের বার্তা।
আরও পড়ুন, যে সব গান ছাড়া কালী পুজো, দীপাবলি অসম্পূর্ণ
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/3-11.jpg)
উৎসব কাটুক সবাইকে নিয়ে। শুধুই নিজের পরিবারের, কাছের বন্ধুদের কথা না ভেবে আরেকটু বড় করে ভাবুন। সমাজের সব শ্রেণির মানুষ যেন এই উৎসবে অংশ নিতে পারে, সে দিকে খেয়াল রাখুন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/5-4.jpg)
আপনার প্রার্থনা হোক সবার জন্য। প্রতীক্ষা হোক আঁধার থেকে আলোর পথে এগিয়ে যাওয়ার। শুভ দীপাবলি।
Read the full story in English