Diwali Easy Rangoli Design: কালী পুজো, দীপাবলী এলে সবাই আমরা বাড়িতে দীপাবলির আল্পনা সাজাই। এবার সবার যে আল্পনা দেওয়ায় সমান দক্ষতা থাকবে, তা তো নয়। তা বলে একটু আল্পনা দেওয়ার সাধ্য হবে না? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পাঠকদের জন্য দেওয়া হল কিছু সহজ আল্পনার নকশা Advertisment এই সহজ রঙ্গোলী নকশা দিয়ে সাজাতেন পারেন ঘর। Advertisment আরও পড়ুন, যে সব গান ছাড়া কালী পুজো, দীপাবলি অসম্পূর্ণ একটু সময় নিয়ে কলা, পান পাতা, মেহেন্দির পাতা, ফুলের পাপড়ি দিয়েও বানিয়ে ফেলতে পারেন চমৎকার আল্পনা। ঘরে শুধু রঙ বেরঙের আবির থাকলেও সাজিয়ে ফেলতে পারবেন সুন্দর করে। কালী পূজা এবং দীপাবলী ভালো কাটুক সব্বার। সুস্থ থাকুন, ভালো থাকুন।Read the full story in English