Advertisment

Wet Clothes: বর্ষায় ঘরেই মেলছেন ভিজে জামাকাপড়? অজান্তেই কী চরম ক্ষতি ডেকে আনছেন জানেন?

Monsoon-Wet Clothes: বর্ষাকালে ছাদ কিংবা বারান্দায় ভিজে জামা কাপড় শুকোতে দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। কখনও বৃষ্টি আবারও কখনও মেঘলা আকাশ থাকে বর্ষায়। যার জেরে ভিজে জামা কাপড় যেন শুকোতেই চায় না। অনেকেই তাই ঘরের মধ্যে ফ্যান চালিয়ে ভিজে জামা কাপড় শুকোতে দেন। তবে এই প্রবণতায় লুকিয়ে রয়েছে মারাত্মক বিপদ। এই বিষয়টি নিয়েই এই বিশেষ প্রতিবেদন।

IE Bangla Lifestyle Desk এবং Nilotpal Sil
New Update
Drying wet clothes indoors during monsoons can cause multiple physical problems, বর্ষায় ঘরেই ভিজে জামাকাপড় শুকোতে দিলে ক্ষতি

প্রতীকী ছবি।

Wet Clothes: বর্ষাকালে অনেকেই ঘরের মধ্যে ভিজে জামা-কাপড় মেলে দেন। বর্ষাকালে প্রায় দিন ঝড়-বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকার জেরে ভেজা জামা-কাপড় বারান্দা-উঠোন কিংবা ছাদে মেললে শুকোতেই চায় না। তাই মুশকিল আসানে অনেকেই ভিজে যাওয়া জামা-কাপড় দিব্যি ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় টাঙিয়ে শুকোতে দেন। আর তাতেই দিনে দিনে নেমে আসছে ঘোর বিপদ।

Advertisment

বিশেষজ্ঞরা বলছেন ঘরের ভিতরে ভিজে জামা কাপড় শুকোতে দিলে নানাবিধ শারীরিক সমস্যা তৈরি হতে পারে পরিবারের সদস্যদের। বাচ্চা ও বয়স্কদের ক্ষেত্রে কখনও কখনও মারাত্মক আকার পর্যন্ত নিতে পারে সেই সমস্যা।

অ্যালার্জি

ঘরের ভেতরে ভিজে যাওয়া জামা কাপড় শুকোতে দিলে ঘরটা স্যাঁতসেঁতে হয়ে ওঠে। এই স্যাঁতসেঁতে পরিবেশে এক ধরনের ছত্রাকের জন্ম হতে পারে। যা থেকে আপনার শরীরের নানা রকমের অ্যালার্জি হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কিংবা বয়স্কদের ক্ষেত্রে কখনও কখনও সেই অ্যালার্জি চরম আকার নিতে পারে।

আরও পড়ুন- Tips to reduce Electricity Bill: দুরন্ত কায়দায় কমান বিদ্যুতের বিল! সহজ এই কাজেই বাঁচান হাজার হাজার টাকা!

নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা

ঘরের ভেতরে জামা কাপড় শুকাতে দিলে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয়। এই পরিবেশে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া আপনার নিঃশ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন- Best beaches to visit during monsoon: মন্ত্রমুগ্ধকর অভিজ্ঞতা হবেই! ভরা বর্ষায় ঢুঁ মারুন নজরকাড়া এই সি বিচগুলিতে

সর্দি-কাশি

ভিজে জামা কাপড় ঘরে শুকোতে দিলে বিপদ আরও আছে। অনেকের অল্পেতেই ঠাণ্ডা লাগাতর ধাত আছে। তাঁদের ক্ষেত্রে তো বটেই এমনকী বা়ডির বাকিদের ক্ষেত্রেও ঘরের ভিতরে ভিজে জামা কাপড় শুকোতে দিলে সমস্যা বাড়তে পারে। ঠাণ্ডা লেগে সর্দি-কাশির সমস্যায় ভুগতে হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ থাকতে ঘরের ভিতরে ভিজে জামা কাপড় শুকোতে না দেওয়াই ভালো।

আরও পড়ুন- Lower Berth in Train: দূরপাল্লার ট্রেনে লোয়ার বার্থ পাচ্ছেন না? চিন্তার দিন শেষ! শুধু করুন এই কাজটি

monsoon lifestyle Monsoon Session Wet Clothes
Advertisment