Lower Berth in Train: দূরপাল্লার ট্রেনগুলিতে অনেকেই লোয়ার বার্থ পাওয়া নিয়ে চিন্তায় থাকেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য ট্রেনের লোয়ার্ড বার্থের চাহিদা থাকে। ফি দিন দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন ভারতীয় রেলে। এবার দূরপাল্লার ট্রেনগুলিতে লোয়ার বার্থর পাওয়া নিয়ে জ্বলন্ত সমস্যার নিরসণে বিশেষ নিয়ম চালু ভারতীয় রেলওয়ের।
দূরপাল্লার ট্রেনগুলোতে প্রবীণ নাগরিকদের জন্য লোয়ার বার্থ সেরা চয়েজ। কারণ, তাঁরা মিডল বার্থ বা ওপরের বার্থে উঠতে যারপরনাই সমস্যায় পড়েন। তাই বিশেষ করে বয়স্কদের জন্য লোয়ার বার্থ খুবই সুবিধাজনক। তবে অটোমেটেট সার্ভিসে টিকিট বুকিং করলে সব সময় লোয়ার বার্থ পাওয়া যায় না। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী রেল।
টিকিট কাটলে 'ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ' ভিত্তিতে সিট দেওয়া হয়। এক্ষেত্রে লোয়ার বার্থ কাউকে নির্দিষ্টভাবে দেওয়ার আলাদা বন্দোবস্ত নেই। রেল জানিয়েছে যদি কেউ লোয়ার বার্থ চেয়েও না পান অথচ তাঁর সেই সিটটিই ভীষণ দরকার তাহলে ট্রেনে উঠেই টিকিট পরীক্ষক বা টিটিই-র সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন- Star rating in AC: গুজবে কান নয়! আসলে কোন AC বিদ্যুতের খরচ বাঁচায়? 3 স্টার না 5 স্টার?
আপনার লোয়ার বার্থের প্রয়োজনীয়তার কথা টিটিই-কে জানান। ওই ট্রেনে লোয়ার বার্থ ফাঁকা থাকলে এব্যাপারে টিটিই আপনাকে সম্পূর্ণ রকম সহযোগিতা করবেন।
আরও পড়ুন- Tips to reduce AC Bills: দিনে ১৫-১৬ ঘণ্টা AC চালালেও বিদ্যুতের বিল নাগালেই! শুধু করুন এই কাজটি