Durga Navami 2018 Date: নবমী মানেই মন কাঁদে। কারণ আর কয়েক ঘন্টা পার করলেই দুগ্গা মা বিদায় নেবেন। অাপামর বাঙালির পুজোর পাঁচটা দিনের অপেক্ষায় কাটে গোটা বছর। নবমী মানেই পুজো শেষ। মন ভার করে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া।
মহালয়ার পর থেকেই শুরু হয় দুর্গাপুজার দশ দিনের কাউন্টডাউন। ষষ্ঠী পুজোর পর সপ্তমী পুজো দিয়ে শুরু হয় দেবীর বোধন। পুরান অনুযায়ী, দেবী দুর্গা এবং মহিষাসুরের দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত দিনটিকে চিহ্নিত করা হয় নবমীতে। তার পরে দশমীর দিনই পরাজিত হয়েছিল মহিষাসুর। একই সঙ্গে জয় হয় নারী শক্তির। সেই দিন থেকেই শুরু হয়, দেবীর উপাসনা।
আরও পড়ুন : অন্য পুজো: গঙ্গামাটির টানে কেটেছে বারোটি শরৎ
ভারতের বেশ কিছু অংশে, কিশোরী মেয়েদের দেবীর রূপ দিয়ে পুজো করা হয় এদিন। যাকে বলা হয় কুমারী পুজো। কুমারী পুজা দুর্গাপুজার আরেকটি অধ্যায়। নবমীতে হোমযজ্ঞের দ্বারা পূজার পুন্যাহুতি দেওয়ার রীতি। দশমী তিথিতে হয় দেবীর বিসর্জন। এই দশমী তিথি বিজয়াদশমী নামে খ্যাত।
নবমীর দিন পুজা মন্ডপ গুলিতে ভোগের আয়োজন করা হয়ে থাকে। সন্ধ্যে ঘনিয়ে এলেই দেবী দুর্গার সামনে ধুনচি নাচের আসর বসে বহু এলাকায়।