Advertisment

Durgapuja 2024: ব্রাহ্মণ ছাড়াই মহাসমারোহে পালিত হয় দুর্গাপুজো, আজব রীতিতে চর্চায় বাংলার এই আদিবাসী গ্রাম

Durgapuja 2024: দুর্গাপুজো মানে হাজারো রীতিনীতি-আয়োজন। তবে বাংলার এক আদিবাদী গ্রামে ব্রাহ্মণ ছাড়াই দিব্যি মন্ত্রপাঠে মহাসমারোহে পালিত হয় দুর্গাপুজো।

author-image
IE Bangla Web Desk
New Update
durgapuja

প্রতীকী ছবি

Durgapuja 2024: দুর্গাপুজো মানে হাজারো রীতিনীতি-আয়োজন। তবে বাংলার এক আদিবাদী গ্রামে  ব্রাহ্মণ ছাড়াই দিব্যি মন্ত্রপাঠে মহাসমারোহে পালিত হয় দুর্গাপুজো। ব্রাহ্মণ ছাড়াই পুজো পালনের এই রীতি চমকে দিয়েছে সকলকে। বীরভূমের লাভপুর থানার আদিবাসীগ্রাম সুঁদিপুরে এভাবেই পালন করা হয় দুর্গাপুজোর। শহুরে থিমের চমকের মাঝে একটু ভিন্ন ধারার এই পুজো দেখতে ভিড় জমান দূর দূরান্তের মানুষ।  

Advertisment

১২০ আদিবাসী পরিবারের বাস এই গ্রামে। তার মধ্যে একটি পরিবার বংশ পরম্পরা ধরে আয়োজন করে চলেছে দুর্গাপুজোর। তাতেই সামিল হন গোটা গ্রামের মানুষ। কোঁড়া পরিবারের এই দুর্গাপুজোর নাম লোকমুখে ছড়িয়ে পড়েছে দূরবর্তী বহু জেলাতে। বহু মানুষ এখন ভিন্ন ধারার পুজোয় অংশ নিতে এই আদিবাসী গ্রামে আসেন। আদিবাসী পরিবারের সঙ্গে ভাগ করে উৎসবের আনন্দ।

বন্যা কেড়েছে পুজোর আনন্দ, সব খুইয়ে এবার মা দুগ্গার কাছে ওঁদের একটাই আর্তি...

স্থানীয় সূত্রে জানা যায়, আশেপাশের বহু গ্রামে দুর্গাপুজোর চল থাকলেও তাতে এই আদিবাসী গ্রামের মানুষগুলর যোগদানের সুযোগ ছিল না। কেবল দশমীর দিন ঘট ও প্রতিমা বিসর্জনের সময় ধামসা-মাদলে ডাক পেতেন আদিবাসীরা। সেই ক্ষত বুকে চেপে রেখে গ্রামের কোঁড়া পরিবার দুর্গাপুজোর আয়োজন করেন। পুজোর সকল আয়োজন সম্পন্ন হলেও পুজোয় বাধা হয়ে দাঁড়ায় ব্রাহ্মণ বা পুরোহিত। কেউই আদিবাসী গ্রামে পুজো করতে রাজি না হওয়ায় গ্রামের মানুষগুলি নিজেরাই পৈতে ধারণ করে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দুর্গাপুজো সম্পন্ন করেন। সেই থেকেই চলে আসছে এই রীতি।  

Durgapuja
Advertisment